আদালত চত্বরে হঠাৎ দেখা দু’জনার! অর্পিতাকে পার্থ বললেন, ‘আসি, তুমি ভাল থেকো’

কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি-কাণ্ডে ইডি-র মমালায় মঙ্গলবার থেকে বিচারপর্ব শুরু হয়েছে৷ বৃহস্পতিবার ছিল সাক্ষ্য গ্রহণের পালা৷ এদিন বিচারভবনে সশরীরে উপস্থিত হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ…

কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি-কাণ্ডে ইডি-র মমালায় মঙ্গলবার থেকে বিচারপর্ব শুরু হয়েছে৷ বৃহস্পতিবার ছিল সাক্ষ্য গ্রহণের পালা৷ এদিন বিচারভবনে সশরীরে উপস্থিত হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়।আদালত চত্বরেই ‘দেখা হল দু’জনার’৷ কিছুক্ষণ কথাবার্তাও হয় তাঁদের মধ্যে৷ তার পরেই অর্পিতার দিতে তাকিয়ে পার্থ বলেন, “আসি, তুমি ভাল থেকো।”

অর্পিতার সঙ্গে দেখা হওয়ার আগে মামলা নিয়েই ব্যস্ত ছিলেন পার্থ৷ মামলার অগ্রগতি নিয়ে কয়েক জনের সঙ্গে কথাও বলেন তিনি৷ তারই মাঝে হাঠাৎ করেই চোখের সামনে সেই চেনা মুখ৷ অর্পিতাকে দেখেই থামেন পার্থ৷ তাঁর সঙ্গে কিছুক্ষণ কথাও বলেন৷ বৃহস্পতিবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ ছিল আদালতে। এদিন পার্থ-ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে বলে খবর৷ 

   

এই মামলায় গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান রেকর্ড করতে হবে৷ আগেই এমন নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। ইডির কাছে গুরুত্বপূর্ণ সাক্ষীদের নামের তালিকা চায় আদালত৷ প্রাথমিক ভাবে তিন জন গুরুত্বপূর্ণ সাক্ষীর নাম জানানো হয়েছে। মঙ্গলবার রুদ্ধদ্বার এজলাসে ওই তালিকায় থাকা প্রথম ব্যক্তির বয়ান গ্রহণ করা হয়। বৃহস্পতিবার আদালতে এসে সাক্ষ্য দেন বাকি দুই সাক্ষী। রুদ্ধদ্বার কক্ষে সাক্ষ্য গ্রহণ হওয়ায়, ওই তিন সাক্ষীর নাম-পরিচয় জানা সম্ভব হয়নি৷ 

২০২২ সালের জুন মাসে নাকতলার বাড়ি থেকে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়৷ তাঁর বান্ধবী অর্পিতার দু’টি ফ্ল্যাট থেকে টাকার পাহার উদ্ধার করে ইডি৷ গ্রেফতার হন অর্পিতাও৷ তবে তিনি আপাতত জামিনে মুক্ত৷ এদিকে, ইডির মামলায় রাজ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে সুপ্রিম কোর্টও। ১ ফেব্রুয়ারির মধ্যে জেল থেকে ছাড়া পাওয়ার কথা তাঁর। তবে, তার আগে চার্জ গঠন শেষ করতে হবে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের৷ গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ানও রেকর্ড করতে হবে। আদালতের নির্দেশ মেনেই নিম্ন আদালতে চার্জ গঠন হয়ে গিয়েছে।