১২ বছরের বনবাস কাটিয়ে রঞ্জি ট্রফিতে কোহলি!

টেস্টে রান নেই। বিরাট কোহলি (Virat Kohli ) কী রানে ফিরতে রঞ্জি ট্রফিতে খেলবেন। এই জল্পনা তৈরী হয়েছে দিল্লির দলে তাঁর নাম থাকায়। বিরাট শেষ…

Virat Kohli's Return to Ranji Trophy

টেস্টে রান নেই। বিরাট কোহলি (Virat Kohli ) কী রানে ফিরতে রঞ্জি ট্রফিতে খেলবেন। এই জল্পনা তৈরী হয়েছে দিল্লির দলে তাঁর নাম থাকায়। বিরাট শেষ রঞ্জি ম্যাচ খেলেছেন ২০১২ সালে, উত্তরপ্রদেশের বিরুদ্ধে। সেই ম্যাচে আশীষ নেহরা, সুরেশ রায়না, মহম্মদ কাইফরা খেলেছিলেন। গাজীয়াবাদে সেই ম্যাচ হয়েছিল ২ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত। দিল্লি দলে তাঁর নাম থাকায় তাই প্রশ্ন উঠেছে তবে কী ১২ বছরের বনবাস কাটিয়ে ১৩তে ঘরোয়া ক্রিকেটে ফিরছেন বিরাট?

উত্তর, একেবারেই না। ঘরোয়া ক্রিকেটেও খেলছেন না বিরাট। যা নিয়ে এবার বিরাট কোহলিকে ঘুরিয়ে কটাক্ষ করলেন দিল্লি ক্রিকেট সংস্থার সচিব অশোক শর্মা। রঞ্জি ট্রফিতে এর পর সৌরাষ্ট্রের বিপক্ষে খেলবে দিল্লি। বিরাটকে কটাক্ষ করতেই রঞ্জির ৪১ সদস্যের প্রাথমিক দলে তাঁর নাম রাখা হয়েছে। এ নিয়ে অশোক শর্মার বক্তব্য, বিরাটের উচিত মুম্বইয়ের ক্রিকেটারদের কাছ থেকে শিক্ষা নেওয়া।

   

যদিও অস্ট্রেলিয়ায় বিপর্যয়ের পর গৌতম গম্ভীরের হুঁশিয়ারিতে ভারতীয় ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে খেলার ধুম শুরু হয়েছে। যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা, শুভমন গিল-সহ অনেকেই খেলতে পারেন রঞ্জির পরের রাউন্ডে। তবে সম্ভাব্য তালিকায় নাম থাকলেও রঞ্জি খেলা নিশ্চিত নয় কোহলির।
দিল্লির ওই দলে ঋষভ পন্থ এবং হর্ষিত রানারও নাম আছে। গত বছরও বিরাটকে এই সম্ভাব্য দলে রাখা হয়েছিল। কিন্তু একটি ম্যাচও খেলেননি তিনি। বোর্ডের তরফে দিল্লি সংস্থাকে বিরাটের খেলা না খেলা নিয়ে কিছু জানানো হয়নি। আবার বিরাট নিজেও যে রঞ্জি খেলার আগ্রহ দেখিয়েছেন তেমনটা নয়। যাতে ক্ষুব্ধ দিল্লি ক্রিকেট সংস্থার সচিব।

দিল্লি ক্রিকেটের সচিব অশোক শর্মা বলেছেন, ‘কোহলির নাম সম্ভাব্য তালিকায় রয়েছে। পন্থ জানিয়ে দিয়েছে যে দলে জায়গা পেলে ও খেলবে। মুম্বইয়ের ক্রিকেটারদের থেকে শিক্ষা নিয়ে কোহলির উচিত দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা। যখন সময় পাবে তখন খেলুক। মুম্বইয়ের ক্রিকেট সংস্কৃতি খেয়াল করে দেখুন। সময় পেলেই জাতীয় দলের ক্রিকেটাররা রঞ্জি ম্যাচে খেলে। উত্তর ভারতে, বিশেষত দিল্লিতে এই প্রথা নেই।’

এই ব্যাপারে বোর্ডের নির্দেশের কথাও তুলে ধরেছেন অশোক। বলেছেন, ‘বোর্ড সবাইকেই ঘরোয়া ক্রিকেটে খেলতে বলেছে। আমার মতে, অন্তত একটা ম্যাচ খেলা উচিত বিরাটের।’ তবে দিল্লি ক্রিকেটের সভাপতি রোহন জেটলি জানিয়েছেন, বাকি বিষয়গুলিও মাথায় রাখা উচিত। তিনি বলেছেন, ‘কোহলির খেলা উচিত মানছি। তবে আরও কিছু বিষয় রয়েছে। ওরা যে পরিমাণ ক্রিকেট খেলে তাতে ফিটনেসের শীর্ষে থাকতেই হবে। আশা করি সেটা মাথায় রাখা হবে।’

উল্লেখ্য, টেস্ট ক্রিকেটে লাগাতার ব্যর্থতা। বছরের পর বছর রানের খরা। একই ভঙ্গিমায় বারবার আউট। সেইসব ব্যর্থতা কাটিয়ে উঠতে এবার ঘরোয়া ক্রিকেটে মনোনিবেশ করা উচিত কোহলির। বেশ কিছুদিন ধরেই আওয়াজ উঠছে ভারতের ক্রিকেট মহলে।

উল্লেখ্য মাস্টার ব্লাস্টার তাঁর লম্বা কেরিয়ারে প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন ১১০টি। রোহিত শর্মার সেই সংখ্যা ৬৮টি। বিরাট কোহলি খেলেছেন সাকুল্যে ৩২টি প্রথম শ্রেণীর ম্যাচ।