বলিউড তো বটেই, বর্তমানে ভারতের অন্যতম ব্যস্ত এবং জনপ্রিয় গায়ক হলেন অরিজিৎ সিং (Arijit Singh) । বাংলা, হিন্দি ছাড়াও বিভিন্ন ভাষায় গান গেয়ে তাক লাগাচ্ছেন শ্রোতাদের। তার কনসার্ট ও গান নিয়েই সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত আলোচনায় থাকে। তবে এবার এক নতুন ভিডিওতে তিনি নিজেই ভাইরাল (viral video) হয়ে উঠেছেন। যা নিয়ে ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা করছেন।
অরিজিৎ সিং (Arijit Singh) যেকোনো ধরনের গান গেয়ে শুনান, তার গান শুনলে মনের গভীরে এক ধরনের প্রশান্তি অনুভব হয়। তার কণ্ঠে যেমন মাধুর্য রয়েছে, তেমনি তার স্টেজ পারফরম্যান্সও ভক্তদের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে। বলিউডের শাহরুখ খান, রণবীর কাপুর, অক্ষয় কুমার, হৃতিক রোশন এবং আরো অনেক তারকাদের জন্য গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ।
২০২৩ সালে শাহরুখ খান ও নয়নথারা অভিনীত ‘জাওয়ান’ (Jawan) সিনেমা মুক্তি পায়। এই সিনেমার গান ‘চালেয়া’ (Chaleya) দারুণ জনপ্রিয় হয়ে ওঠে। গানটি গেয়েছেন অরিজিৎ সিং (Arijit Singh) এবং শিল্পা রাও। গানটির মিউজিক যেমন সবার মনে স্থান করে নিয়েছে। তেমনই ট্র্যাকের ভিডিওটি শাহরুখ খান ও নয়নথারার রসায়ন ছিল দর্শকদের অত্যন্ত পছন্দের। গানটির হুক স্টেপ নিয়ে সোশ্যাল মিডিয়ায় মানুষ প্রচুর রিল তৈরি করেছে ।
Sorry @iamsrk , but Arijit Singh just showed us how Chaleya is REALLY done stealing both the steps and our hearts while singing it pic.twitter.com/tCP4YoBoo0
— Fenil Kothari (@fenilkothari) January 14, 2025
সম্প্রতি, অরিজিৎ সিংয়ের (Arijit Singh) একটি ভিডিও ভাইরাল হচ্ছে। ভিডিতে গায়ককে ‘চালেয়া’ (Chaleya) গানটির হুক স্টেপ করতে দেখা যাচ্ছে। তার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, ভক্তরা এই ভিডিও দেখে দারুণ মুগ্ধ হয়েছে। এক ভক্ত টুইটারে ভিডিওটি পোস্ট করে লিখেছেন, “দুঃখিত শাহরুখ খান, কিন্তু অরিজিৎ সিং ‘চালেয়া’ স্টেপ করে আমাদের হৃদয় চুরি করেছেন।” অন্য একজন ভক্ত লিখেছেন, “ভাইও নাচতে পারেন।” আরেকজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “ভাই বিস্ময়কর করেছেন। উভয় পদক্ষেপ এবং গান।” এ ছাড়া আরও অনেক ভক্ত তার এই পারফরম্যান্সের প্রশংসা করেছেন।
Sorry @iamsrk , but Arijit Singh just showed us how Chaleya is REALLY done stealing both the steps and our hearts while singing it pic.twitter.com/tCP4YoBoo0
— Fenil Kothari (@fenilkothari) January 14, 2025
উল্লেখ্য, শাহরুখ খানের (Shah Rukh Khan) আসন্ন কাজ নিয়েও আলোচনা হচ্ছে। তিনি তার মেয়ে সুহানা খানের সাথে ‘কিং’ সিনেমায় দেখা যাবেন। এই ছবিতে অরিজিৎ সিংয়ের গান থাকবে কি না, তা এখনো অজানা।