মুম্বই: রাত্রি তখন আড়াইটে৷ বলিউড অভিনেতা সইফ আলি খানের বাড়িতে ঢুকে হামলা চালায় এক দুষ্কৃতী৷ ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় তাঁকে৷ রক্তাক্ত অবস্থায় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেতাকে৷ ঘটনার তদন্ত শুরু করে পুলিশ৷ জিজ্ঞাসাবাদ করা হয় সইফের বাড়ির পরিচারকদের৷ অবশেষে চিহ্নিত অপরাধী৷ জানা গিয়েছে, সইফের বাড়ির ফায়ার এসকেপ স্টেয়ার দিয়ে বাড়ির ভিতরে ঢুকেছিল ওই দুষ্কৃতী৷ পুলিশ জানিয়েছে, চুরির উদ্দেশেই সইফের বাড়িতে ঢুকেছিল সে৷ কিন্তু চেঁচামেচির শব্দে অভিনেতার ঘুম ভেঙে যায়৷ শুরু হয় ধস্তাধস্তি৷ সেই সময়ই ছুরি দিয়ে সইফের উপর হামলা চালায় অপরাধী৷ একের পর এক কোপ বসিয়ে সেখান থেকে পালিয়ে যায় ওই দুষ্কৃতি৷
সইফ-করিনার বাড়ির সহায়িকা ইলিয়ামা ফিলিপ আলিয়াস লিমা প্রথম ওই দুষ্কৃতীকে দেখতে পান। তাকে দেখেই চিৎকার শুরু করেন তিনি৷ আত্মরক্ষার তাগিদে সকলকে সচেতন করার চেষ্টা করেন লিমা। আওয়াজ পেয়েই ঘর থেকে বেরিয়ে আসেন সইফ। দুষ্কৃতীর সঙ্গে হাতাহাতি জড়ান তিনি৷ তখনই সে ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় অভিনেতার উপর।
বুধবার রাত্রি আড়াইটে নাগাদ সইফের বাড়িতে ঢোকে দুষ্কৃতী৷ ২টোর আগে অন্তত দু’ঘণ্টার সিসিটভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ৷ অথচ কাউকেই সইফের বাড়িতে ঢুকতে দেখা যায়নি৷ নিরাপত্তারক্ষীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷ তিনিও কাউকে ভিতরে ঢুকতে দেখেননি৷ পুলিশের একটি সূত্র মারফত জানা গিয়েছে, হামলাকারী সইফের বাড়ির এক পরিচারিকার পরিচিত। ওই পরিচারিকার সাহায্যেই আবাসনের ফায়ার এস্কেপ সিঁড়ি দিয়ে অভিনেতার বাড়িতে ঢুকেছিল সে।
এদিকে, ছুরিকাহত সইফ আলি খানের অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানা গিয়েছে৷ প্রায় আড়াই ঘণ্টা ধরে অস্ত্রোপচার চলে৷ চিকিৎসকেরা সফল ভাবে অভিনেতার শরীর থেকে ছুরির অংশ বার করে আনতে পেরেছেন। অভিনেতার স্নায়ুর অস্ত্রোপচারও সফল৷ ক্ষত স্থানে ‘কসমেটিক সার্জারি’ও করা হয়েছে৷