পিছিয়ে থেকে ও পয়েন্ট ছিনিয়ে নিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। বুধবার কিশোর ভারতী স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগের হোম ম্যাচ খেলতে নেমেছিল কলকাতা ময়দানের এই প্রধান। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল ওয়েন কোয়েলের শক্তিশালী চেন্নাইয়িন এফসির সঙ্গে। সম্পূর্ণ সময় শেষে ২-২ গোলের অমীমাংসিত ফলাফলে শেষ হল এই ফুটবল ম্যাচ। এদিন সাদা-কালো ব্রিগেডের জার্সিতে গোল পান যথাক্রমে মনভীর সিং এবং লালরেমসাঙ্গা ফানাই। অন্যদিকে, চেন্নাইয়িন এফসির হয়ে গোল করেন যথাক্রমে লালদিনপুইয়া পাচুয়াউ এবং লুকাস বামব্রিলা।
এই ম্যাচের ড্র করার ফলে মহামেডানের সংগ্রহে থাকল ১৬ ম্যাচে ১১ পয়েন্ট। অপরদিকে ১৭ পয়েন্ট নিয়ে দশম স্থান ধরে থাকল চেন্নাইয়িন এফসি। বলাবাহুল্য, এদিন ব্ল্যাক প্যান্থার্সদের ঘরের মাঠে ম্যাচ থাকলেও প্রথম থেকেই যথেষ্ট আক্রমণাত্মক মেজাজে খেলতে দেখা গিয়েছিল আইএসএল জয়ী এই ফুটবল ক্লাবকে। তা সামাল দিতে কিছুটা হলেও চাপের মুখে পড়তে হচ্ছিল জো জোহেরলিয়ানার থেকে শুরু করে ফ্লোরেন্ট ওগিয়ারদের। ম্যাচের প্রথম কোয়ার্টারেই লালদিনপুইয়ার করা গোলে এগিয়ে যায় চেন্নাইয়িন এফসি।
প্রথমার্ধের শেষে এই ফলাফলেই এগিয়েছিল এলসিনহোরা। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ব্যাপক চাপ বাড়াতে শুরু করে আন্দ্রে চেরনিশভের ছেলেরা। সেই সুযোগ নিয়েই ব্যবধান বাড়িয়ে যান লুকাস বামব্রিলা। যা নিঃসন্দেহে ধাক্কা ছিল মোহামেডান সমর্থকদের কাছে। পিছিয়ে থেকে ম্যাচে ফেরা যে খুব একটা সহজ হবে না সেটা ভালো মতোই বুঝতে পেরেছিলেন সকলে। কিন্তু ম্যাচ শেষ হতে তখনও অনেকটাই সময় বাকি। নির্ধারিত ৯০ মিনিটে গোলের দেখা না মিললেও অতিরিক্ত সময় বাজিমাত করে যায় মহামেডান। ৯৫ মিনিটের মাথায় মনভীরের গোলে ব্যবধান কমায় ময়দানের এই প্রধান।
এই গোলের পর থেকেই আশার আলো দেখতে শুরু করেছিল সমর্থকরা। তবে হতাশ করেনি দল। অতিরিক্ত সময় লাল কার্ড দেখে প্রতিপক্ষ দল দশজনে হয়ে যাওয়ার পর ঘনঘন আক্রমণ করতে শুরু করে মহামেডান। তারপর সেই সময় পেনাল্টি আদায় করে নেয় সামাদ আলি মল্লিকরা। সেখান থেকেই সানাইয়ের গোল। মহম্মদ নাওয়াজ চেষ্টা করে ও আটকাতে পারেননি সেই বল। যারফলে শেষ মুহূর্তে সমতায় ফিরে আসে দল। এক কথায় যা বিরাট বড় চমক।