ভারতীয় মহিলা ক্রিকেটে দ্রুততম শতরানের নজির গড়লেন স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) । ৭০ বলে ১০০ রান করে রেকর্ড সৃষ্টি করলেন তিনি। আয়ারল্যান্ড সিরিজের তৃতীয় দিনে রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে আয়ারল্যান্ডকে ৪৩৫ রানের টার্গেট দেয় ভারত। গত ম্যাচের ৩৭০ রানের রেকর্ড ভেঙে আজকের রান তাদের নতুন রেকর্ড।
এদিন ইন্ডিয়ার দুই ওপেনার প্রতিকা রাওয়াল এবং অধিনায়ক স্মৃতি মন্ধানা যথাক্রমে ১২৯ বলে ১৫৪ এবং ৮০ বলে ১৩৫ রান করে মোট ১৬০ বলে ২৩৩ রানের যুগলবন্দী সৃষ্টি করেন। বাঙালি উইকেটকিপার রিচা ঘোষ ৪২ বলে ৫৯ রান করেন। সব মিলিয়ে ৫০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ইন্ডিয়ার মোট রান দাঁড়ায় ৪৩৫। এই বিশাল অঙ্কের রান চেজ করতে পারেনি আয়ারল্যান্ড। মাত্র ৩১.৪ ওভারে ১৩১ করেই তারা অলআউট হয়ে যান।
আয়ারল্যান্ডের কেউই ৫০এর দোরগোড়ায় যেতে পারেননি। দীপ্তি শর্মা ৩ উইকেটের মালকিন আজ। এছাড়া তনুজা দুটি, তিতাস, সায়ালি এবং মিন্নু একটি করে উইকেট নেন।
অপরদিকে আয়ারল্যান্ডের ওরলা ২ টি উইকেট নেন, পাশাপাশি ক্যালি, সারগেন্ট, জিওরজিনা ১ টি করে উইকেট নেন। ৪৪ বলে ৪১ রান করে তাদের দলে সর্বচ্চ রান করেন সারাহ ফরবেস।
স্মৃতির (Smriti Mandhana)এদিনের রেকর্ড ভেঙে দেয় হরমনপ্রীতের দ্রুততম শতরানের রেকর্ডও। গত বছর বেঙ্গালুরুতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৮৭ বলে শতরান করেন তিনি। যা মন্ধানা আজ ভেঙে দিলেন। এর পাশাপাশি স্মৃতি মান্ধানা তৈরি করেছেন আরও এক নজির। তৃতীয় ওপেনার হিসাবে এক দিনের ক্রিকেটে ১০টি শতরান করেছেন তিনি। যা ভারতীয় মহিলা দলে প্রথম। মন্ধানা ছাড়া অস্ট্রেলিয়ান প্লেয়ার ল্যানিং (১৫) এবং নিউজিল্যান্ডের সুজ়ি বেটসের (১৩) এক দিনের ক্রিকেটে দু’অঙ্কের শতরান রয়েছে।
উল্লেখ্য,ভারতীয় পুরুষদের মধ্যে এক দিনের ক্রিকেটে দ্রুততম শতরানটি করেছিলেন কোহলি। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫২ বলে শতরান করেছিলেন তিনি।