Rare astronomical event: ২১ জানুয়ারি ২০২৫ মঙ্গলবার রাতে সমগ্র পশ্চিমবঙ্গ থেকে দেখা যাবে বিরল প্ল্যানেটারি প্যারেড। শুক্র, চন্দ্র, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন ও গ্রহরাজ শনির সরলরৈখিক অবস্থানে তৈরি হবে এক বিরলতম মহাজাগতিক দৃশ্য।
দ্বিমাত্রিক তলে সূর্য কে কেন্দ্র করে গ্রহ গুলি পাক খাচ্ছে, কিন্তু বাস্তবে সব কটি গ্রহএর কক্ষ পথে ঘোরার সময় কক্ষতল গুলিতে নিখুঁত ভাবে থাকে না বরং বিচ্যুতি বা তফাত থাকে এবং ত্রিমাত্রিক স্থানে তারা আবর্তনরত অনেকটা আপনার মাথার চারিদিকে যেমন মশা মাছি পাক খেয়ে ঘুরতে থাকে তারা যেমন একই কক্ষতল বজায় রাখে না এটাও কতকটা সেরকম ! গ্রহ গুলি কখনও তার কক্ষতলের কিছুটা ওপরে বা কক্ষতল থেকে কিছুটা নীচে অবস্থান করে।
তাহলে প্ল্যানেটারি এলাইনমেন্ট বলতে জ্যোতির্বিদ্যায় কি বোঝান হয়? যেটা বোঝায় তা হল কিছু গ্রহকে পৃথিবী পৃষ্ঠের ওপর কোনো একটি স্থানে অবস্থানরত দর্শকের সাপেক্ষে আকাশের কোন এক ক্ষেত্রে কিভাবে কাছাকাছি একসাথে দেখা যাচ্ছে এই ঘটনাকে, তাই এখানে এলাইন্ড হওয়ার মানে একটু আলাদা! সূর্যর সাপেক্ষে দেখলে গ্রহ গুলি ঘুরে কখনও একই দ্বিমাত্রিক তলে একই সরলরেখার ওপর অবস্থান করছে না!
গত বছর ৩ জুন আকাশে এই দৃশ্য দেখা গিয়েছিল সূর্যের ছ’টি গ্রহ কাছাকাছি আসে। প্রায় এক সারিতে অবস্থান করবে বুধ, মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন এবং শনি। বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সের আধিকারিকেরা জানিয়েছ, ২১ জানুয়ারি আগেই সূর্যের বেশ কিছুটা কাছাকাছি চলে আসার কথা সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির। তার পাশে বুধ চলে আসবে আর কিছু দিনের মধ্যেই। একে একে অন্য গ্রহগুলিকেও দেখা যাবে ওই সারিতে।
‘প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট’ দেখার সবচেয়ে ভাল সময় ভোররাতে, সূর্য ওঠার ঠিক আগে। ওই সময়ে আকাশের পূর্ব দিকে তাকালে শনি গ্রহ দেখা যাবে। হালকা হলুদ আভা থাকবে তাতে। শনির ঠিক নীচে দেখা যাবে লাল আভাযুক্ত মঙ্গল গ্রহকে। পূর্ব দিগন্ত থেকে ১০ ডিগ্রিরও কম উচ্চতায় দেখা যাবে বুধকে। মঙ্গলের সামনে থাকবে বৃহস্পতি। সারির শেষ দিকে থাকবে ইউরেনাস এবং নেপচুন। এই দু’টি গ্রহ খালি চোখে দেখা যাবে না।
এ ছাড়া, শুক্র গ্রহ সূর্যের অনেক কাছাকাছি থাকায় সেটিও দৃশ্যমান হবে না। তবে ছয় গ্রহের সঙ্গে থাকবে চাঁদও।বিজ্ঞানীরা জানিয়েছেন, আকাশ মেঘমুক্ত থাকলে, সূর্য ওঠার ২০ মিনিট আগে একে একে গ্রহগুলি পূর্ব দিকে দৃশ্যমান হবে। তবে আবহাওয়া খারাপ থাকলে, আকাশে মেঘ থাকলে তা দেখা যাবে না।আকাশ পরিষ্কার থাকলে ভারতের সব জায়গা থেকেই এই দৃশ্য দেখা যাবে আগামী কয়েক দিন।