স্টেডিয়ামে বিরাটের হয়ে আর গলা ফাটাবেন না অনুষ্কা! জানা গেল বড় কারণ

ভারতের জনপ্রিয় তারকা দম্পতি বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মা (Anushka Sharma)। বিরাট কোহলির খেলা, সেঞ্চুরি কিংবা পরাজয় সব কিছুতেই অনুষ্কার প্রতিক্রিয়া নজর কাড়ে।…

BCCI's new guideline restricts Anushka Sharma from staying with Virat Kohli for the entire cricket tour. Learn more about the changes and their impact on the couple's travel plans.

ভারতের জনপ্রিয় তারকা দম্পতি বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মা (Anushka Sharma)। বিরাট কোহলির খেলা, সেঞ্চুরি কিংবা পরাজয় সব কিছুতেই অনুষ্কার প্রতিক্রিয়া নজর কাড়ে। তিনি প্রায়ই স্টেডিয়ামে বিরাটের সর্মথনে উপস্থিত থাকেন। তবে স্টেডিয়ামে আর হয়তো বিরাটের হয়ে গলা ফাটানো হবে না অনুষ্কার।

সম্প্রতি বিসিসিআই (BCCI rule) নতুন নিয়ম প্রবর্তন করেছে, যেখানে ক্রিকেটারদের পরিবারের সঙ্গে বিদেশ সফরের সময় থাকতে পারার ব্যাপারে পরিবর্তন আনা হয়েছে। বিসিসিআইয়ের মতে, ক্রিকেটারদের পারফরম্যান্সে প্রভাব ফেলছে যখন তারা তাদের পরিবার ও স্ত্রীর সঙ্গে অতিরিক্ত সময় কাটাচ্ছে।

   

বিশেষত, এই নিয়মের প্রভাব দেখা গেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে। যেখানে বিরাট কোহলি (Virat Kohli) এবং কেএল রাহুলের(Kl Rahul) স্ত্রীরা তাদের সঙ্গে ছিলেন। এমনকি অনুষ্কা এবং আথিয়া শেঠির ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছিল।

২০১৪ সালে বিরাট কোহলির (Virat Kohli) অধিনায়কত্বে বিসিসিআই নতুন নিয়ম চালু করেছিল। নিয়মে গার্লফ্রেন্ডদেরও ক্রিকেটারের সঙ্গে বিদেশ সফরে থাকার অনুমতি দেওয়া হয়েছিল। এর আগে শুধু স্ত্রীরা একসঙ্গে থাকতে পারতেন। কিন্তু বিরাট কোহলির অধিনায়কত্বে গার্লফ্রেন্ডদেরও একসঙ্গে থাকার অনুমতি দেওয়া হয়। তৎকালীন প্রধান কোচ রবি শাস্ত্রীর কাছ থেকে এই নিয়মের জন্য বিশেষ অনুমতি নেওয়া হয়েছিল। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

অনুষ্কা শর্মার (Anushka Sharma)বর্তমানে সিনেমা জগত থেকে বিরতি নিয়েছেন। অভিনেত্রী তার সন্তান অকায়ের সঙ্গে সময় কাটাচ্ছেন। বিরাট কোহলির সঙ্গে আনুশকা শর্মা সবসময় থাকেন। তাদের সম্পর্কের ছবি ও ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় হয়ে ওঠে।

উল্লেখ্য,সম্প্রতি অনুষ্কা শর্মা (Anushka Sharma)ও বিরাট কোহলি (Virat Kohli) সপরিবারে প্রেমানন্দ মহারাজের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এরপর তাদের আলিবাগে যেতে দেখা যায়। আসলে আলিবাগ তারকা দম্পতির স্বপ্নের ফার্মহাউস (Housewarming ceremony) গৃহপ্রবেশের জন্য প্রস্তুত। অনুষ্কা-বিরাট দীর্ঘদিন ধরেই এই ভিলার নির্মাণকাজ চালাচ্ছিলেন।