দেশের মূদ্রা বাজারে একেবারে সুনামির ধাক্কা! মার্কিন ডলারের তুলনায় ভয়াবহ পতন ভারতীয় রুপির। হুড়মুড়িয়ে নামছে টাকার মূল্য সূচক। মোদী শাসনে টাকার মূল্যে ঐতিহাসিক পতনের ধাক্কায় গ্যাস-বিদ্যুৎ, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির (Petrol Price) আশঙ্কা। (indian rupee falls against us dollar)
ডলারের তুলনায় টাকার দাম আরও কমল indian rupee falls against us dollar
বিরোধী দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রতিক্রিয়ায় বলেন, ‘নরেন্দ্র মোদীজি আপনার সরকার টাকার ধারাবাহিক পতন রুখতে ব্যর্থ হয়েছে। ডলারের তুলনায় টাকার দাম কমে হয়েছে ৮৬,৫০ টাকা। আপনার সরকার এতো অপদার্থ যে এই পতন রুখতে পারছে না। তাতে ভোগান্তি সাধারণ মানুষের। এতে বাড়তি মূল্যবৃদ্ধি বোঝা টানতে হবে সাধারণ মানুষকে।
অর্থনীতিবিদ রাহুল আগরওয়াল জানান, ডলারের তুলনায় টাকার দামে পতন ঘটায় অপরিশোধিত তেলের দাম বাড়ছে। এতে ফের পেট্রোল, ডিজেল, গ্যাস, বিদ্যুতের দাম বেড়ে যাওয়ার সম্ভবনা। তার আশঙ্কা, চলতি জানুয়ারি মাসেই ফের জ্বালানি দাম কম করে ৩ শতাংশ হারে বাড়তে পারে।
‘বিকশিত ভারত’-এর বার্তা কি হাস্যকর? indian rupee falls against us dollar
দেশের অর্থনীতির এই বেহাল অবস্থায় প্রধানমন্ত্রী মোদী ও এনডিএ সরকারের তরফে ‘বিকশিত ভারত’ বার্তা চলছে। এটি হাস্যকর বলছেন দেশের বরিষ্ঠ অর্থনীতি বিশেষজ্ঞরা।
অতীতের সব রেকর্ড ছাপিয়ে যাওয়া টাকার দামে পতনে জ্বালানির মূল্যবৃদ্ধি ফের লাগামছাড়া হতে চলেছে বলে আশঙ্কা করছেন অর্থনীতি বিশেষজ্ঞরা। শিল্প বাণিজ্য মন্ত্রক মঙ্গলবার (১৪ জানুয়ারি) যে পাইকারি মূল্যবৃদ্ধির হার প্রকাশ করেছে তাতে জানানো হয়েছে ডিসেম্বরে পাইকারি মূল্যবৃদ্ধির হার হল ২.৩৭ শতাংশ। গত দুই মাসে পাইকারি ক্ষেত্রে সর্বাধিক মূল্যবৃদ্ধি। এর ফলে জ্বালানি পেট্রোল, ডিজেল, প্রাকৃতিক গ্যাসের মূল্যবৃদ্ধির হার সবচেয়ে বেশি ৬.২ শতাংশ।
অর্থনীতি বিশ্লেষণ বলছে, পাইকারি মূল্যসূচককে মূলত উৎপাদন সংস্থার উৎপাদিত পণ্যের মূল্য হার ধরা হয়। উৎপাদন মূল্যহারে বৃদ্ধি নিশ্চিতভাবে খুচরো বাজারে মূল্যবৃদ্ধি উর্ধ্বগতি নেবে। উৎপাদন শিল্প ব্যবহৃত কাঁচামাল থেকে জ্বালানি সব কিছুর দাম বাড়ছে।
অপরিশোধিত তেলের দাম বেড়ে হয়েছে প্রতি ব্যারল ৮০ ডলার। ডলারের তুলনায় টাকার দামের বিপুল পতন ঘটায় দেশে অপরিশোধিত তেল আমদানিতে খরচ বাড়বে। ভোজ্য তেল, ডালসহ বিভিন্ন যেসব ভোগ্য পণ্য যা আমদানি করা হয় তার আমদানির খরচ বাড়বে। অভিযোগ, অপরিশোধিত তেলের দাম বিপুল হারে কমে গেলেও পেট্রোল, ডিজেল গ্যাসের দাম সমহারে কমানো হয়নি। কিন্তু অপরিশোধিত তেলের দাম বাড়লেই চড়াহারে পেট্রোল ডিজেলের দাম বাড়ানো৷
পাইকারি ও খুচরো মূল্যবৃদ্ধি indian rupee falls against us dollar
বিশেষজ্ঞরা বলছেন, ২০২৫-২৬ আর্থিক বছরে পাইকারি মূল্যবৃদ্ধির ২.৫ থেকে বেড়ে ৩.৩ শতাংশ পৌঁছাবে। সোমবার খুচরো মূল্যবৃদ্ধির হার কমে ৫.২২ শতাংশ ঘোষণা করা হলেও পাইকারি মূল্যবৃদ্ধি উর্ধ্বগতি হওয়ায় বাজারে মূল্যবৃদ্ধিতে রাশ টানা অসম্ভব হয়ে যাবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
তবে সরকারের প্রকাশিত তথ্যে জানানে হয়েছে নভেম্বরের তুলনায় ডিসেম্বরে খাদ্য পণ্যে মূল্যবৃদ্ধির হার ৮.৬৭ শতাংশ থেকে কমে হয়ে হয়েছে ৮.৪৭ শতাংশ। এতে ডাল, দানা শস্য গমের দাম সামান্য কমে। তবে সবজির দাম ২৮ শতাংশ হারে বেড়েছিল। আলুর দাম বেড়েছিল ৯৩ শতাংশ হারে। পেঁয়াজের দাম বেড়েছিল ১৬.৮১ শতাংশ হারে। পেট্রোল, ডিজেল, বিদ্যুতের দাম বেড়েছে ২.১৪ শতাংশ ।