মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC) অন্দরে সম্প্রতি যে সমস্যা চলে আসছিল, তা এবার প্রকাশ্যে চলে এসেছে। একদিকে যখন ক্লাবের ফুটবলাররা নিজেদের বেতন নিয়ে অসন্তুষ্ট, তখন অন্যদিকে চেন্নাইয়িন এফসির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলনে নামার কথা ছিল সকলের। কিন্তু গত মঙ্গলবার দেখা দেয় এক অন্য ছবি। অন্যান্য সাপোর্টিং স্টাফেরা মাঠে উপস্থিত থাকলেও এদিন শুরু থেকে অনুশীলনে দেখা যায়নি সাদা-কালো ফুটবলারদের। যা নিঃসন্দেহে অবাক করেছিল সকলকে। বলাবাহুল্য, গত কয়েক সপ্তাহ ধরেই ফুটবলারদের বেতন সংক্রান্ত বিষয় নিয়ে উঠে আসতে শুরু করেছিল একাধিক তথ্য।
পরবর্তীতে সেই নিয়ে ক্লাবের তরফে সাংবাদিক বৈঠক করা হলেও হয়তো এখনও রয়ে গিয়েছে সেই সমস্যা। জানা গেছে, এখনও পর্যন্ত নাকি বেতন সংক্রান্ত সমস্যায় ভুগছেন দলের অধিকাংশ ফুটবলাররা। দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ার দরুন ব্যাপকভাবে ক্ষোভের সৃষ্টি হয় খেলোয়াড়দের মধ্যে। যার প্রভাব পড়ে অনুশীলনে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী মঙ্গলবার যুবভারতীর অনুশীলন গ্ৰাউন্ডে চারটের সময় মহামেডান দলের অনুশীলন করার কথা থাকলেও সেটা সম্ভব হয়নি। যা নিয়ে শোরগোল পড়ে যায় সর্বত্র। উঠে আসতে শুরু করে একাধিক প্রশ্ন। এমন অবস্থায় পরিস্থিতির সামাল দিতে মাঠে আসেন সিই রজত মিশ্র সহ ক্লাবের অন্যান্য কর্তারা।
তারপর দলের ফুটবলারদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন সাদা-কালো সিউ। খেলোয়াড়দের তরফে জানানো হয় তাঁদের সকল দাবি দাওয়া। প্রায় এক ঘণ্টা চলা বৈঠক শেষে অনুশীলনে ফিরে যান দলের সকল ফুটবলাররা। তারপর বিকেল ৫টা বেজে ১০ মিনিট নাগাদ শুরু হয় অনুশীলন। যা নিঃসন্দেহে স্বস্তি দিয়েছে সকল সমর্থকদের। বলাবাহুল্য,এটি অবশ্য নতুন কিছু নয়। ফুটবল বিশ্বে এমন পরিস্থিতি ঘটতে দেখা যায় বহু সময়। যেখানে বেতন সংক্রান্ত সমস্যা এবং ক্লাব ম্যানেজমেন্টের মধ্যে অনৈক্য ফুটবলারদের মনোবলকে ক্ষতিগ্রস্ত করে।
মহামেডান স্পোর্টিং ক্লাবের ক্ষেত্রে বিষয়টি ও এক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ।এদিকে, ফুটবলারদের বেতন সমস্যা সমাধান না হলে ভবিষ্যতে আরও বড় সমস্যার সম্মুখীন হতে হতে পারে মহামেডান স্পোর্টিং ক্লাব। যদিও ক্লাবের ম্যানেজমেন্ট সূত্রে খবর, তারা খুব শীঘ্রই ফুটবলারদের বেতন পরিশোধের আশ্বাস দিয়েছে এবং আগামীদিনে এমন সমস্যা যাতে না হয়, সে বিষয়ে উদ্যোগী হবে।
এদিনের ঘটনার পর, মহামেডান স্পোর্টিং ক্লাবের সিইও রজত মিশ্র সাংবাদিকদের জানান, “ফুটবলারদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে এবং আমরা বিষয়টি সমাধান করতে সক্ষম হয়েছি। ক্লাবের পরিস্থিতি কিছুটা কঠিন হলেও আমরা সবসময় তাদের পাশে আছি এবং আমরা তাদের সঠিক সময়ের মধ্যে বেতন পরিশোধ করার প্রতিশ্রুতি দিচ্ছি।”