শিয়ালদহ না এসে যাবে হাওড়া, গন্তব্য পরিবর্তন হল এই ব্যস্ততম ট্রেনের

দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হোক বা বাতিল থাকুক, খবর আগেভাগে জানিয়ে দিয়ে যাত্রী হয়রানি কমাতে চেষ্টায় খামতি রাখে না ভারতীয় রেল (Indian Railway)। তাই প্রতিদিনের…

Indian Railway

দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হোক বা বাতিল থাকুক, খবর আগেভাগে জানিয়ে দিয়ে যাত্রী হয়রানি কমাতে চেষ্টায় খামতি রাখে না ভারতীয় রেল (Indian Railway)। তাই প্রতিদিনের ন্যায় আজও এই সংক্রান্ত ঘোষণা নিয়ে হাজির হল। বেশ কিছু ট্রেনের যাত্রাপথ ও গন্তব্য পরিবর্তনের কথা জানানো হয়েছে। পাশাপাশি মহাকুম্ভ উপলক্ষ্যে কিছু স্পেশাল ট্রেনের ঘোষণা করা হয়েছে। চলুন তালিকায় কোন ট্রেন রয়েছে জেনে নেওয়া যাক।

২২২০২ পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস আগামী ২৩ ও ২৫ জানুয়ারি শিয়ালদহ না এসে হাওড়াতে নিজের যাত্রা শেষ করবে। আবার ২২২০১ শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস আগামী ২৪ ও ২৭ জানুয়ারি শিয়ালদহ-এর পরিবর্তে হাওড়া থেকে ছাড়বে।

   

অন্যদিকে ৬৮৮৬২ ঝারসুগুদা-গোন্ডিয়া মেমু ১৬ জানুয়ারি বিলাসপর পর্যন্ত যাত্রা করবে। আবার ৬৮৮৬১ গোন্ডিয়া-ঝারসুগুদা মেমু ওইদিনই বিলাসপুর থেকে ছাড়বে। এদিকে কুম্ভমেলা উপলক্ষ্যে বেশকিছু স্পেশাল ট্রেনের ঘোষণা করেছে ভারতীয় রেল (Indian Railway)। ট্রেনগুলি সম্পর্কে চলুন বিশদে জেনে নেওয়া যাক।

০৮০৬৭ রাঁচি-তুন্দলা স্পেশাল ট্রেনটি আগামী ১৯ জানুয়ারি সকাল ১০টা ৩০ মিনিটে রাঁচি থেকে ছেড়ে যাবে। এটি পরের দিন সকাল ৬টা ৩০ মিনিটে গন্তব্যে পৌঁছাবে। আবার ০৮০৬৮ তুন্দলা-রাঁচি স্পেশাল ট্রেন ২০ জানুয়ারি বিকেল ৪টে ২০ মিনিটে তুন্দলা থেকে ছেড়ে পরের দিন দুপুর ৩টে ৫০ মিনিটে রাঁচি পৌঁছাবে বলে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে।

টাটানগর-তুন্দলা লাইনে বিশেষ ট্রেন (০৮০৫৭)

টাটানগর-তুন্দলা বিশেষ ট্রেনটি ১৯ জানুয়ারি, ২০২৫ তারিখে টাটানগর থেকে রাত ৮টা ৫৫ মিনিটে যাত্রা শুরু করবে। ট্রেনটি পরের দিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তুন্দলা পৌঁছাবে। যাত্রাপথে ট্রেনটি দক্ষিণ-পূর্ব রেলওয়ের অধীনস্থ কয়েকটি গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে।

তুন্দলা-টাটানগর বিশেষ ট্রেনটি ২১ জানুয়ারি, ২০২৫ তারিখে তুন্দলা স্টেশন থেকে রাত ৩টায় যাত্রা শুরু করবে। এটি একই দিনে রাত ১১টা ৫৫ মিনিটে টাটানগরে পৌঁছাবে। যাত্রাপথটি ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণকারী যাত্রীদের জন্য সহজ ও আরামদায়ক করে তোলার উদ্দেশ্যে পরিকল্পিত হয়েছে।

এই বিশেষ ট্রেনটি টাটানগর ও তুণ্ডলার মধ্যে চন্দিল, পুরুলিয়া এবং ভোজুডিহ স্টেশনে থামবে। এই স্টপেজগুলি দক্ষিণ-পূর্ব রেলওয়ের আওতাভুক্ত এবং এই অঞ্চলের যাত্রীদের জন্য বিশেষ সুবিধা প্রদান করবে।