কলকাতা: বাঘাযতীনে বড় বিপত্তি! মঙ্গলবার দুপুরে আচমকাই হেলে পড়ল আস্ত একটি বহুতল৷ বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনি এলাকার ঘটনা৷ ভেঙে পড়া ফ্ল্যাটের চাপে আরও ২টি বাড়ি হেলে গিয়েছে বলে খবর। আটকে পড়েন বেশ কিছু মানুষ। তবে সকলকেই ওই হেলে পড়া ফ্ল্যাট বাড়ি থেকে নিরাপদে বার করে আনা সম্ভব হয়েছে৷ দুই-তিনজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তবে কেন ওই ফ্ল্যাটবাড়িটি হেলে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। (Baghajatin building collapse)
কিছুদিন আগেই ফাটল দেখা গিয়েছিল Baghajatin building collapse
আজ দুপুরে হেলে পড়ে কলকাতা পুরসভার ৯৯ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর কলোনিতে অবস্থিত চারতলা ফ্ল্যাটটি৷ ওই বাড়ির প্রতিটি তলায় দু’টি করে ফ্ল্যাট রয়েছে বলে জানা গিয়েছে। বহুতলটির নাম ‘শুভ অ্যাপার্টমেন্ট’৷ স্থানীয়দের একাংশের দাবি, ওই ফ্ল্যাটবাড়িতে বেশ কিছুদিন আগেই ফাটল দেখা দিয়েছিল। বিষয়টি পুর কর্তৃপক্ষের নজরে আসতেই ওই ফ্ল্যাটবাড়ির বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, তার পরে ফের অনেকেই ওই ফ্ল্যাটে ফিরে আসেন৷ ফ্ল্যাটটি নিয়ম মেনে তৈরি হয়নি বলেই অভিযোগ। প্রাক্তন বাম কাউন্সিলর দেবাশিস মুখোপাধ্যায় বলেন, ‘‘ওই বাড়িটি তৃণমূল কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের আমলে তৈরি। এই অঞ্চলে তিনতলার বেশি উঁচু বাড়ি তৈরি করা যায় না। তা সত্ত্বেও অপরিকল্পিতভাবে ওই বাড়িটি তৈরি হয়েছিল।’’
মেরামতির কাজ করছিলেন প্রোমোটার
মিতালি জানান, বাড়িটিতে ফাটল দেখা গিয়েছিল। পুরসভাকে বিষয়টি না জানিয়েই বাড়ি মেরামতির কাজ শুরু করছিলেন প্রোমোটার। দিন সাতেক আগে বিষয়টি আমার নজরে আসে। আমি নির্মাণকর্মীদের কাছে জানতে চাই এই ফ্ল্যাটের বাসিন্দারা কোথায় আছেন? তাঁরা জানান, আবাসিকদের অন্যত্র স্থানান্তর করা হয়েছে। আমি কাজ বন্ধ করতে বলে প্রোমোটারকে আমার সঙ্গে দেখা করতে বলি। তার পর কাজ বন্ধ ছিল৷ কিন্তু এরই মধ্যে শুনলাম বাড়িটি হেলে পড়েছে৷
এই ঘটনা গর্ডেনরিচের স্মৃতি উস্কে দিয়েছে৷ ২০২৩ সালের ১৭ মার্চ মাঝরাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল নির্মীয়মাণ বাড়ি৷ ওই মর্মান্তিক ঘটনায় মারা গিয়েছিলেন ১৩ জন৷