অভিনব প্রচার কৌশল! প্রকাশ্যে এল ‘আমার বস’-এর মুক্তির দিন

টলিউডের জনপ্রিয় পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) । এই পরিচালক জুটি ছবির অপেক্ষায় থাকেন সিনেপ্রেমিরা। গত বছর পুজোতে মুক্তি…

The release date of Windows Production's highly anticipated film "Amar Boss" has been announced for 16th May. Netizens are praising the creative promotional idea featuring the slogan "Say No to Toxic Boss."

টলিউডের জনপ্রিয় পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) । এই পরিচালক জুটি ছবির অপেক্ষায় থাকেন সিনেপ্রেমিরা। গত বছর পুজোতে মুক্তি পেয়েছিল শিবপ্রসাদ-নন্দিতা জুটির বহুরূপী। এই ছবি বক্স-অফিসে ঝড় তুলেছিল। বছরের সবচেয়ে বেশি আয় করা ছবি হিসাবে উঠে এসেছিল। এবার তাদের আসন্ন ছবি ‘আমার বস’ নিয়ে বড় আপডেট সামনে এসেছে।

১৪ জানুয়ারি, মঙ্গলবার উইনডোজ প্রোডাকশনের (Windows Production)সোশ্যাল মিডিয়া পেজে ঘোষণা করা হয়েছে তাদের নতুন ছবি ‘আমার বস’(Amar Boss) -এর মুক্তির দিন। ছবিটি আগামী ১৬ মে মুক্তি পাবে বলে জানানো হয়েছে। গরমের ছুটিতে ছবিটি মুক্তি পাবে। তবে এর আগেই মুক্তির তারিখ জানানো হয়নি। ছবির পোস্টে ক্যাপশনে লেখা রয়েছে, “SAY NO TO TOXIC BOSS!” অর্থাৎ ‘এমন বিষাক্ত বসকে না বলতে শিখুন’। 

   

ছবির প্রচারের এই স্লোগানটি দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। নেটিজেনরা পোস্টটি নিয়ে নানা রকম মন্তব্য করেছেন। একজন লিখেছেন, “চমৎকার প্রচার কৌশল শিবু দা!” আবার অন্য একজন লিখেছেন, “কেয়া আইডিয়া স্য়ারজি।” অনেকে মজা করে বলেছেন, “পুজোতে কী আসছে, সেই আপডেটটা দিন।” এমন আরও নানা মন্তব্য উঠে এসেছে ছবির পোস্টের নিচে। ‘আমার বস’ ছবির প্রচার যে সঠিক সময়ে এবং সঠিক পন্থায় করা হচ্ছে, তা সবারই মনে হয়েছে। ছবির নির্মাতারা এই স্লোগানটি ব্যবহার করেছেন, যা বেশ প্রশংসিত হয়েছে।

‘আমার বস’(Amar Boss) হাত ধরেই বহুদিন বাদে বাংলা ছবিতে প্রত্যাবর্তন ঘটল রাখি গুলজারের। বহু বছর আগে বাংলায় তাঁকে ঋতুপর্ণ ঘোষের ‘শুভ মহরত’ ছবিতে পাওয়া গিয়েছিল। এছাড়া গৌতম হালদারের ‘নির্বাণ’ ছবিতে থাকলেও বেশি দর্শকের দেখার সুযোগ হয়নি। ছবিতে রাখি গুলজারের পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, ঐশ্বর্য চট্টোপাধ্যায়, আভেরি সিংহ রায়, এবং ছোটপর্দার জনপ্রিয় মুখ শ্রুতি দাস।

উইন্ডোজ প্রোডাকশনের (Windows Production)এই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা রয়েছে। এর আগে ৬ জানুয়ারি, শিবপ্রসাদ জানিয়েছেন উইন্ডোজ প্রোডাকশন এ বছর মোট তিনটি ছবি মুক্তি দেবে। এর মধ্যে একটি ছবির মুক্তি হবে গ্রীষ্মে, অপর দুটি পুজো এবং ক্রিসমাসে মুক্তি পাবে। ‘আমার বস’ (Amar Boss) সেই গ্রীষ্মের ছবি, তবে পুজো এবং ক্রিসমাসে মুক্তি পেতে চলা দুটি ছবির নাম এখনও প্রকাশ করা হয়নি।