ফের মালদহ! প্রকাশ্যে চলল গুলি, মৃত্যু তৃণমূল কর্মীর, আহত অঞ্চল সভাপতি

মালদহ: ফের মালদহে গুলি৷ আক্রান্ত তৃণমূল নেতা। দুলাল সরকার খুনের ১২ দিনের মাথায় খুন হলেন আরও এক তৃণমূল কর্মী৷ প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা…

shootout at-malda

মালদহ: ফের মালদহে গুলি৷ আক্রান্ত তৃণমূল নেতা। দুলাল সরকার খুনের ১২ দিনের মাথায় খুন হলেন আরও এক তৃণমূল কর্মী৷ প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হল তাঁকে। ঘটনাটি মালদহের কালিয়াচকের। আহত হয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি। 

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে কালিয়াচকের নয়া বস্তি এলাকায় নিকাশি এবং রাস্তা উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বকুল শেখ। তিনি কালিয়াচকের এক নম্বর ব্লকের নওদা যদুপুর এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি৷ অনুষ্ঠানের মাঝেই আচমকা কয়েক জন দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায়৷ গুলিবিদ্ধ হয়ে রাস্তার উপর লুটিয়ে পড়েন তিনি৷ এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক জন তৃণমূল কর্মী৷ 

   

তড়িঘড়ি বকুল এবং আরও এক তৃণমূল কর্মী এসারুদ্দিন শেখকে রক্তাক্ত অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। তাঁদের দু’জনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷ শরীর থেকে অনেকটা রক্ত বেরিয়ে গিয়েছে৷ ওই অনুষ্ঠানে উপস্থিত আরও এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতের নাম হাসান শেখ। 

কী কারণে গুলি চলল, কারাই বা এর নেপথ্যে রয়েছে, সে সম্পর্কে পুলিশ এখনও কোনও সূত্র খুঁজে পায়নি৷ তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কানাঘুষো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই হামলা৷ বকুলের অভিযোগ, এই অনুষ্ঠানে বাগড়া দিচ্ছিলেন স্থানীয় এক তৃণমূল নেতা। তাঁর সঙ্গে জুটেছিলেন আরও কয়েক জন৷ যখন দু’পক্ষের বচসা চলছে, তখনই আচমকা বাইকে করে এসে গুলি চালায় কিছু দুষ্কৃতী। বকুলের দাবি, এই কাজ স্থানীয় তৃণমূল নেতা জাকিরের৷  এ প্রসঙ্গে ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, ‘‘এই নিয়ে এখন কিছু বলতে চাই না। পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে। মুখ্যমন্ত্রী যদি ঘটনার কথা জিজ্ঞেস করেন তখন অবশ্যই সবটা জানাব।’’