কুম্ভ মেলায় পুণ্যার্থীদের জন্য বিশেষ উদ্যোগ রেলের, একগুচ্ছ স্পেশাল ট্রেনের ঘোষণা

সোমবার থেকেই মহাকুম্ভ মেলা শুরু হয়ে গিয়েছে। এই বিশাল ধর্মীয় উৎসব উপলক্ষ্যে ভারতীয় রেল (Indian Railway) বিশেষ ট্রেন চালানোর উদ্যোগ নিয়েছে। পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলওয়ের…

Indian Railway special trains for Mahakumbh 2025

সোমবার থেকেই মহাকুম্ভ মেলা শুরু হয়ে গিয়েছে। এই বিশাল ধর্মীয় উৎসব উপলক্ষ্যে ভারতীয় রেল (Indian Railway) বিশেষ ট্রেন চালানোর উদ্যোগ নিয়েছে। পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলওয়ের সহযোগিতায় টাটানগর, তুন্দলা এবং রাঁচি রুটে বিশেষ ট্রেন পরিষেবা চালু করা হয়েছে। যাত্রীদের যাত্রা আরও সহজ ও সুবিধাজনক করতে এই বিশেষ ট্রেন পরিষেবা পরিচালনা করছে রেল।

রেলের (Indian Railway) রাঁচি-তুন্দলা লাইনে বিশেষ ট্রেন

০৮০৬৭ রাঁচি-তুন্দলা স্পেশাল ট্রেনটি আগামী ১৯ জানুয়ারি সকাল ১০টা ৩০ মিনিটে রাঁচি থেকে ছেড়ে যাবে। এটি পরের দিন সকাল ৬টা ৩০ মিনিটে গন্তব্যে পৌঁছাবে। আবার ০৮০৬৮ তুন্দলা-রাঁচি স্পেশাল ট্রেন ২০ জানুয়ারি বিকেল ৪টে ২০ মিনিটে তুন্দলা থেকে ছেড়ে পরের দিন দুপুর ৩টে ৫০ মিনিটে রাঁচি পৌঁছাবে বলে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে।

   

টাটানগর-তুন্দলা লাইনে বিশেষ ট্রেন (০৮০৫৭)

টাটানগর-তুন্দলা বিশেষ ট্রেনটি ১৯ জানুয়ারি, ২০২৫ তারিখে টাটানগর থেকে রাত ৮টা ৫৫ মিনিটে যাত্রা শুরু করবে। ট্রেনটি পরের দিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তুন্দলা পৌঁছাবে। যাত্রাপথে ট্রেনটি দক্ষিণ-পূর্ব রেলওয়ের অধীনস্থ কয়েকটি গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে।

তুন্দলা-টাটানগর বিশেষ ট্রেনটি ২১ জানুয়ারি, ২০২৫ তারিখে তুন্দলা স্টেশন থেকে রাত ৩টায় যাত্রা শুরু করবে। এটি একই দিনে রাত ১১টা ৫৫ মিনিটে টাটানগরে পৌঁছাবে। যাত্রাপথটি ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণকারী যাত্রীদের জন্য সহজ ও আরামদায়ক করে তোলার উদ্দেশ্যে পরিকল্পিত হয়েছে।

এই বিশেষ ট্রেনটি টাটানগর ও তুণ্ডলার মধ্যে চন্দিল, পুরুলিয়া এবং ভোজুডিহ স্টেশনে থামবে। এই স্টপেজগুলি দক্ষিণ-পূর্ব রেলওয়ের আওতাভুক্ত এবং এই অঞ্চলের যাত্রীদের জন্য বিশেষ সুবিধা প্রদান করবে।

কুম্ভ মেলার মতো বৃহৎ উৎসবে অংশগ্রহণ করতে ইচ্ছুক যাত্রীদের যাত্রা সহজ করার জন্য এই বিশেষ ট্রেন পরিষেবা চালু করেছে ভারতীয় রেল (Indian Railway)। ট্রেনের সময়সূচি ও স্টপেজের বিবরণ অনুযায়ী যাত্রা পরিকল্পনা করলে যাত্রীদের যাত্রা আরও আরামদায়ক হবে।