ভোর থেকে দামোদরসহ বিভিন্ন নদীর ঘাটে ঘাটে স্নানযাত্রার ভিড়। মকর সংক্রান্তি ও ঘুড়ি মেলার হই হই চলছে বর্ধমানে। সংক্রান্তির এই দিনে হচ্ছিল গাঁজা পাচার। বিপুল চোরাই গাঁজা উদ্ধার করা হল পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) তালিত রেলগেট থেকে। কোচবিহার থেকে এই গাঁজার চোরাচালান আসছিল। (Sankranti-Festival massive cannabis trafficking in Burdwan)
রেলগেট এলাকায় আচমকা অভিযান Sankranti-Festival massive cannabis trafficking in Burdwan
জেলাসদর বর্ধমান শহরের নিকটবর্তী তালিত রেলগেটএলাকায় আচমকা অভিযান চালায় পুলিশ। জানা গেছে প্রায় ৭০ কেজি গাঁজা আটক করা হয়েছে। এত পরিমাণ গাঁজা পাচার সাম্প্রতিক সময়ে বর্ধমানে ধরা পড়েনি বলেই জানা যাচ্ছে।
বর্ধমান-সিউড়ি রাস্তায় তালিত রেলগেট এলাকায় অভিযান চলে পুলিশের । একটি ছোটো গাড়ি করে বর্ধমান শহরে আনা হচ্ছিল গাঁজা। এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি বীরভূমের সাঁইথিয়ার বাসিন্দা বলে জানা গেছে।
১১ প্যাকেট গাঁজা উদ্ধার Sankranti-Festival massive cannabis trafficking in Burdwan
সংক্রান্তির ভোরে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চলে তালিত রেলওয়ে লেভেল ক্রসিংয়ের কাছে। একটি ছোট চার চাকার গাড়ি আটক করা হয় । তল্লাশির পর এই গাড়িতে ১১ প্যাকেট গাঁজা পাওয়া যায়। দেওয়ানদিঘি থানার পুলিশ জানান, বীরভূমের সাঁইথিয়ার বাসিন্দা সঞ্জয় রাহা ওই গাড়ির চালক। তার কাছ থেকে থেকে প্রায় ৭১.৯০০ কেজি ওজনের ১১ প্যাকেট গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। ব্লক উন্নয়ন আধিকারিক, বর্ধমান -১ ব্লকের উপস্থিতিতে সম্পূর্ণ বাজেয়াপ্তকরন পদ্ধতি সম্পন্ন করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় মামলা রুজু করার পদ্ধতি শুরু করা হয়েছে।
অভিযুক্তের কাছ থেকে জানা গেছে, কোচবিহারের মাথাভাঙা থেকে গাঁজার এই চালানটি বর্ধমান শহরের কাউকে সরবরাহ করার উদ্দেশ্যে নিয়ে আসছিল। অভিযুক্তকে বর্ধমান আদালতে হাজির করা হবে এবং পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে।