মহাকুম্ভে প্রথম ‘অমৃত স্নান’ সারলেন দেড় কোটি পুণ্যার্থী! সঙ্গমে ডুব দিলেন বিদেশিরাও

প্রয়াগরাজ: মকর সংক্রান্তির সকালে মহাকুম্ভে প্রথম ‘অমৃত স্নান’ সারলেন পুণ্যার্থীরা৷ কথিত আছে, এই পবিত্র স্নান ভক্তদের পাপমুক্ত করে মোক্ষ লাভের পথ প্রশস্ত করে৷ এই স্নান…

PM Narendra Modi Worried About Maha Kumbh Stampede Situation, Called UP CM Yogi Adityanath Twice In A Hour

প্রয়াগরাজ: মকর সংক্রান্তির সকালে মহাকুম্ভে প্রথম ‘অমৃত স্নান’ সারলেন পুণ্যার্থীরা৷ কথিত আছে, এই পবিত্র স্নান ভক্তদের পাপমুক্ত করে মোক্ষ লাভের পথ প্রশস্ত করে৷ এই স্নান মহাকুম্ভ মেলার একটি গুরুত্বপূর্ণ আচার হিসেবে বিবেচিত হয়। মঙ্গলবার সকালে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর ত্রিবেণী সঙ্গমে শুরু হয় ‘অমৃত স্নান’। সকালেই প্রায় দেড় কোটি মানুষ স্নান সেরেছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি অখাড়াগুলির সাধুসন্তরাও পুণ্যস্নান সেরেছেন৷ (makar sankranti mahakumbh first amrit snan)

মহাকুম্ভের ‘অমৃত স্নান makar sankranti mahakumbh first amrit snan

ভোর সাড়ে ৫টা নাগাদ প্রয়াগরাজে শুরু হয় মহাকুম্ভের ‘অমৃত স্নান’। সোশ্যাল মিডিয়ায় এই পূণ্য স্নানের একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গিয়েছে, শীত উপেক্ষা করে কোটি কোটি ভক্ত ত্রিবেণী সঙ্গমে ডুব দিচ্ছেন৷ 

   

১২ বছর পর প্রয়াগে মহাকুম্ভ মেলা শুরু হয়েছে৷ ১৪৪ বছর পর তৈরি হয়েছে এক বিরল মহাজাগতিক সংযোগ৷ যা এবারের মহাকুম্ভকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে৷ কুম্ভ মেলায় অংশগ্রহণ করছে ১৩টি আখড়া (হিন্দু ধর্মীয় আধ্যাত্মিক সংগঠন), যারা একটি সুচিন্তিত সময়সূচী অনুযায়ী পবিত্র স্নান কার্যক্রম সম্পন্ন করবে।

প্রয়াগরাতে আসতে পারেন ৩৫ কোটি ভক্ত makar sankranti mahakumbh first amrit snan

উত্তরপ্রদেশ সরকারের অনুমান, মহা কুম্ভ মেলা উপলক্ষে প্রায় ৩৫ কোটি ভক্ত প্রয়াগরাজে আসতে চলেছে। ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ৷ ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন এই মেলার সমাপ্তি ঘটবে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই মেলাকে ভারতের প্রাচীন সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যের এক বিশেষ উদযাপন হিসেবে বর্ণনা করেছেন।

মহা কুম্ভ মেলা শুধু ধর্মীয় আচার অনুষ্ঠান নয়, এটি ভারতীয় সংস্কৃতি ও আধ্যাত্মিক ঐতিহ্যের এক অনন্য প্রদর্শনী, যা বিশ্বের নানা প্রান্ত থেকে আগত লাখো লাখো ভক্তের একত্রিত হওয়ার সুযোগ প্রদান করে। শুধুমাত্র ভারতের বিভিন্ন প্রান্ত থেকেই নয়৷ আমেরিকা, রাশিয়া, বেলজিয়াম, জার্মানির মতো দেশ থেকেও অসংখ্য পুণ্যার্থী প্রয়াগরাজে পূণ্য প্রাঙ্গনে মিলিত হয়েছেন। তাঁদের মধ্যে অনেকেই এদিন অংশ নেন ‘অমৃত স্নান’-এ। সম্ভবত আজই পুণ্যস্নান সারবেন স্টিভ জোবসের স্ত্রী লরেন পাওয়েল৷ এ বিষয়ে স্বামী কৈলাশনন্দ গিরি বলেন, ‘উনি স্নান করতে ইচ্ছুক। উনি আমার শিবিরে আছেন। তবে ওঁর হাতে অ্যালার্জি রয়েছে৷ তাছাড়া উনি এত ভিড় কখনও দেখননি৷ তাই একটু সমস্যা হচ্ছে’’