মকর সংক্রান্তিতে উধাও শীত! ফের কবে কামব্যাক? আপডেট দিল হাওয়া অফিস

কলকাতা: মিলে গেল হাওয়া অফিসের পূর্বাভাস৷ হালকা শীতের পরশ মেখেই শুরু হল মকর সংক্রান্তি। উধাও কনকনে হাওয়া৷ কলকাতায় রাতের তাপমাত্রা বাড়ল লাফিয়ে৷ ১৪ ডিগ্রি থেকে…

temperature to increase 2-3 degree

কলকাতা: মিলে গেল হাওয়া অফিসের পূর্বাভাস৷ হালকা শীতের পরশ মেখেই শুরু হল মকর সংক্রান্তি। উধাও কনকনে হাওয়া৷ কলকাতায় রাতের তাপমাত্রা বাড়ল লাফিয়ে৷ ১৪ ডিগ্রি থেকে বেড়ে ১৭ ডিগ্রি ছুঁই ছুঁই। আগামী পাঁচদিন আবহাওয়ার বিশেষ হেরফের হবে না। তবে সপ্তাহান্তে ফের ঘুরবে খেলা৷ শনিবার, ১৮ জানুয়ারি থেকেই ফর্মে ফিরে যাবে শীত। পশ্চিমী ঝঞ্ঝার ধাক্কায় আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত ব্যাকফুটেই থাকবে শীত৷ ঝঞ্ঝার প্রভাব কাটলেই ফের ফিরবে হাড় কাঁপানো শীতের আমেজ৷ হু হু করে ঢুকবে উত্তুরে হাওয়া৷ তবে, শীতের এই স্পেল কতদিন চলবে, সে সম্পর্কে কিছু জানায়নি হাওয়া অফিস৷ এদিকে, এই শীতের মধ্যেই ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই জেলায়। বৃষ্টি হবে দার্জিলিং ও কালিম্পঙের কোনও কোনও জায়গায়৷ (Weather forecast Kolkata)

সর্বোচ্চ-সর্বনিম্ন তাপমাত্রা কত Weather forecast Kolkata

হাওয়া অফিস জানাচ্ছে, সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস৷ যা কিনা স্বাভাবিকের চেয়ে ০.৫ ডিগ্রি বেশি। শহরে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৯ শতাংশ এবং ন্যূনতম ৫৩ শতাংশ থাকবে৷ 

   

কুয়াশার দাপট Weather forecast Kolkata

এদিকে, মঙ্গলবার বেশি কুয়াশার সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গে। দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশা সতর্কতা জারি করা হয়েছে। কুয়াশার দাপটে দৃশ্যমানতা ৫০ মিটার বা তারও নিচে নেমে আসতে পারে৷ এই চার জেলার দু-এক জায়গায়। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। তুলনামূলক ভাবে বেশি কুয়াশা দেখা যাবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়৷