এই উইন্টার ট্রান্সফার উইন্ডোকে (Transfer Window) কাজে লাগিয়ে নিজেদের ভুল ত্রুটি শুধরে নিতে মরিয়া প্রত্যেকটি ক্লাব। এক্ষেত্রে বাকিদের তুলনায় খুব একটা পিছিয়ে নেই কেরালা ব্লাস্টার্স। আগের মরসুমের হতাশাজনক পারফরম্যান্স ভুলে এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকলেও খুব একটা সুবিধা করতে পারেনি দক্ষিণের এই ফুটবল দল। ইভান ভুকোমানোভিচের পরিবর্তে মিকেল স্ট্যাহরের হাতে দলের দায়িত্ব তুলে দেওয়া হলেও খুব একটা সুবিধা হয়নি। বরং পরাজিত হতে হয়েছে একাধিক ফুটবল ম্যাচ। যার প্রভাব পড়েছে টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে।
বর্তমানে ১৫ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের নবম স্থানে রয়েছে আদ্রিয়ান লুনাদের ক্লাব। সেখান থেকেই এবার আইএসএলের দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর লড়াই। তবে কাজটা যে খুব একটা সহজ নয় সেটা ভালো মতোই জানেন সকলে। তাই মিকেল স্ট্যাহরে সহ তাঁর সাপোর্টিং স্টাফেদের বিদায় জানানোর পর গত কয়েক সপ্তাহ ধরেই নতুন কোচের দিকে নজর রয়েছে ম্যানেজমেন্টের। এক্ষেত্রে প্রথমদিকে একাধিক হাইপ্রোফাইল নাম উঠে আসতে শুরু করলেও সেটা এখনও স্পষ্ট হয়নি। তবে শুধুমাত্র কোচ নয়। দলকে আরও শক্তিশালী করে তুলতে আরও একাধিক ফুটবলারদের নাকি বদল করার পরিকল্পনা রয়েছে ম্যানেজমেন্টের।
সেক্ষেত্রে এবার ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে মিলোস ড্রিনসিচের নাম। গত সিজনে বেলারুশের ফুটবল ক্লাব এফসি শাখতিওর সলিগোর্স্ক থেকে দক্ষিণের এই ফুটবল ক্লাবে যোগদান করেছিলেন এই বিদেশি ডিফেন্ডার। দুরন্ত পারফরম্যান্সের দরুন এবার ও তাঁকে দলে রাখার সিদ্ধান্ত নিয়েছিল কেরালা ব্লাস্টার্স। তবে এবারের আইএসএলে তাঁর পারফরম্যান্স নিয়ে নাকি খুব একটা খুশি নয় দল। সেজন্য, এবারের এই ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে তাঁকে রিলিজ করার পাশাপাশি এক নয়া ডিফেন্ডারকে দলে নিতে আগ্ৰহী এই ফুটবল ক্লাব।
যদিও এখনও পর্যন্ত স্পষ্ট নয় বিষয়টি। তবে বিভিন্ন মাধ্যম সূত্রে খবর এই বিদেশি সেন্টার ব্যাকের পরিবর্তে আইএসএলের এক চেনা মুখকে হয়তো দলে টানতে চলেছে দক্ষিণের এই ফুটবল দল। সব ঠিকঠাক এগোলে আগামী সপ্তাহের মধ্যেই হয়তো পরিষ্কার হয়ে যাবে গোটা বিষয়টি।