ATK Mohun Bagan: নিরুপায় হয়ে দলের সমস্যার কথা বলেই ফেললেন বাগান কোচ

‘দলে সমস্যা রয়েছে।’ ওড়িশা ম্যাচে পয়েন্ট ভাগ হওয়ার পর হুয়ান ফেরান্দোর গলায় বিষণ্নতা। চোট সমস্যায় জেরবার এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। Advertisements ওড়িশা এফসির…

Head-Coach-Juan-Ferrando

‘দলে সমস্যা রয়েছে।’ ওড়িশা ম্যাচে পয়েন্ট ভাগ হওয়ার পর হুয়ান ফেরান্দোর গলায় বিষণ্নতা। চোট সমস্যায় জেরবার এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)।

Advertisements

ওড়িশা এফসির বিরুদ্ধে জেতার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল সবুজ মেরুন ব্রিগেড। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল প্রতিপক্ষ। দলকে সমতায় ফিরিয়েছিলেন জনি কাউকো। তাও ম্যাচের প্রথম কোয়ার্টারে। এরপর বাকি ম্যাচে কোনও পক্ষই গোল দাগতে পারেনি। ১-১ স্কোরলাইন শেষ হয় ম্যাচ। ইন্ডিয়ান সুপার লিগ ক্রম তালিকায় তৃতীয় স্থানে বাগান। 

   

ম্যাচের পর হুয়ান বলেছেন, ‘ তিন পয়েন্ট নিশ্চিত করার লক্ষ্য নিয়েই ছেলেরা মাঠে নেমেছিল। ম্যাচের শেষ বাঁশি পর্যন্ত আমাদের ফোকাসে ছিল পুরো পয়েন্ট। লড়াই চালিয়েছিলাম সাধ্য মতো। কিন্তু প্ল্যান মতো সব কিছু হয়নি।’

ম্যাচ না জেতার জন্য ফুটবলারদের দোষ দেননি কোচ। বরং অতিমারির কারণে থাকা জৈব বলয় এবং অল্প সময়ে একাধিক ম্যাচ খেলার দিকে আঙুল তুলেছেন তিনি। দলে রয়েছে চোট সমস্যা। তিনজন ফুটবলারকে পাচ্ছেন না হুয়ান। ফলে প্রথম একাদশ কিংবা রিজার্ভ বেঞ্চ নিয়েও তিনি সমস্যায় রয়েছেন। 

‘চোটের কারণে পরিবর্তন করা খুবই কঠিন। খেলোয়াড়রা সুস্থ থাকলে ফর্মের বিচারে প্ল্যান তৈরি করা যায়। কিন্তু একাধিক চোট সমস্যা থাকলে পরিকল্পনা করার কাজ কঠিন হয়ে যায় আরও’, বলেছেন বাগান কোচ।

Advertisements

‘এটা শুধু আমাদের একার সমস্যা নয়। লিগের অন্যান্য দলও এই একই সমস্যার সম্মুখীন। দু’দিনে তিনটে ম্যাচ খেলতে হচ্ছে। অতিমারির কারণে ফুটবলারদের কোয়ারিন্টিনে থাকতে হয়। সেখান থেকে বেরিয়ে পরপর ম্যাচ খেলার ধকল।’

অতীত নিয়ে আর ভাবতে চাইছেন না হুয়ান। ওড়িশা ম্যাচ থেকে বেরিয়ে তিনি আপাতত ফোকাস করতে চাইছেন বেঙ্গালুরুর বিরুদ্ধে আসন্ন ম্যাচের জন্য।