যাচ্ছেন না আনোয়ার, কী বললেন দেবব্রত সরকার?

শনিবার সন্ধ্যায় গুয়াহাটিতে কলকাতা ডার্বি (Kolkata Derby) খেলতে নামবে ইমামি ইস্টবেঙ্গল। যেখানে তাঁদের লড়াই করতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে। গত ম্যাচে নিজেদের…

East Bengal Official Debabrata Sarkar

শনিবার সন্ধ্যায় গুয়াহাটিতে কলকাতা ডার্বি (Kolkata Derby) খেলতে নামবে ইমামি ইস্টবেঙ্গল। যেখানে তাঁদের লড়াই করতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে। গত ম্যাচে নিজেদের ঘরের মাঠে শক্তিশালী মুম্বাই সিটি এফসির বিপক্ষে খেলতে নেমেছিল লাল-হলুদ ব্রিগেড। একটা সময় সেই ম্যাচে পিছিয়ে থেকেও সমতায় ফিরেছিল ময়দানের এই প্রধান। কিন্তু কাজে আসেনি সেই লড়াই। নিজেদের রক্ষণভাগের গাফিলতির জেরেই পরাজিত হতে হয় সেই ম্যাচ। এই হতাশা ভুলেই এবার ঘুরে দাঁড়ানোর লড়াই সৌভিক চক্রবর্তীদের।

তবে চোট আঘাতের সমস্যা যথেষ্ট চিন্তায় রাখছে ইস্টবেঙ্গল দলকে। গত ওডিশা ম্যাচ খেলতে গিয়ে চোটের কবলে পড়তে হয়েছিল ফরাসি তারকা মাদিহ তালালকে। এসিএল ইঞ্জুরির দরুন এই মরসুমে আর খেলতে পারবেন না এই তারকা ফুটবলার। সেইসাথে চোট সমস্যা দেখা দিয়েছিল সাউল ক্রেসপো থেকে শুরু করে দিমিত্রিওস ডায়মান্তাকসদের। বর্তমানে সম্পূর্ণ সুস্থ দিমি। খেলতে চলেছেন পরবর্তী ম্যাচ। তবে এখনও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেননি ক্রেসপো। বর্তমানে তিনি শহরে এসে গেলে ও ম্যাচফিট হয়ে আরও কয়েকদিন সময় লাগবে এই তারকার।

   

সব ঠিকঠাক থাকলে আগামী গোয়া ম্যাচ থেকেই মাঠে নামতে পারবেন সাউল ক্রেসপো। পাশাপাশি এসিএল ইঞ্জুরি রয়েছে প্রভাত লাকরা থেকে শুরু করে মার্ক জোথানপুইয়ার মতো ফুটবলারদের। এই পরিস্থিতিতে ডার্বি ম্যাচ খেলতে নামছে মশাল ব্রিগেড। লড়াইটা যে খুব একটা সহজ নয় সেটা ভালো মতোই জানেন সমর্থকরা।

তবে এক্ষেত্রে খেলোয়াড়দের নিয়ে যথেষ্ট আশাবাদী ইস্টবেঙ্গল শীর্ষ কর্তা দেবব্রত সরকার। ডার্বির আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ” ম্যাচ দলের ফুটবলারদের বের করে আনতে হবে। কোনও কর্মকর্তা ম্যাচ জিতিয়ে আনতে পারে না। ইস্টবেঙ্গল কিছুটা পিছিয়ে রয়েছে ঠিকই। দলের পাঁচজন ফুটবলার চোটের কবলে রয়েছে। এই পরিস্থিতিতে দলের ফুটবলারদের খেলাটা ধরতে হবে। সেটা সম্ভব হলে ভালো রেজাল্ট হবে”।

আরও বলেন, “সেলিস এই ম্যাচের ডাগ আউটে থাকবেন কিনা সেটা কোচ সিদ্ধান্ত নেবেন। ফ্লাইট অন টাইম থাকলে সেলিস পৌঁছে যাবে”। পাশাপাশি আনোয়ার প্রসঙ্গে তিনি বলেন, ” আনোয়ার সম্ভবত যেতে পারবেন না। পায়ের চোট এখনও রয়েছে‌। তবে ডার্বির মতো গুরুত্বপূর্ণ ম্যাচে কে থাকল বা না থাকল সেটা খুব একটা প্রভাব ফেলে না। বরং এই ম্যাচের উত্তেজনা ধরে রাখাটাই গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে কেউ এগিয়ে বা পিছিয়ে নেই। মাঠে লড়াই করতে হবে। যে ভালো খেলবে সে জিতবে”।