দক্ষিণ ভারতীয় সিনেমার শীর্ষ অভিনেত্রী রশ্মিকা মান্দান্না (Rashmika Mandanna)। যিনি বলিউডেও নিজের অভিনয় দক্ষতা দিয়ে স্থান করে নিয়েছেন। সম্প্রতি জিমে চোটের শিকার হয়েছেন রশ্মিকা মান্দানা। এ কারণে তার বহুল প্রতীক্ষিত আসন্ন প্রজেক্টের শুটিং আপাতত বন্ধ রাখতে হয়েছে। অভিনেত্রীর চোটের খবর বাইরে আসতেই উদ্বিগ্ন ভক্তরা। তবে জানা গিয়েছে রশ্মিকা দ্রুত সুস্থ হচ্ছেন এবং শীঘ্রই তার কাজের শিডিউলে ফিরে আসবেন।
রিপোর্ট অনুযায়ী, জিমে (gym injury) ওয়ার্কআউট করতে গিয়ে চোট পান রশ্মিকা (Rashmika Mandanna)। রশ্মিকার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে চিকিৎসকরা তাকে সুস্থ হওয়ার জন্য বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সূত্রটি জানিয়েছে, “রশ্মিকা সম্প্রতি জিমে ইনজুরিতে পড়েছেন এবং বিশ্রাম নিচ্ছেন এবং সেরে উঠছেন। তবে এর কারণে কিছু সময়ের জন্য তার আসন্ন প্রজেক্টের শুটিং বন্ধ রয়েছে। এখনও তিনি আগের থেকে অনেক ভালো আছেন।” আমি খুব ভালো অনুভব করছি এবং খুব শীঘ্রই সেটে কাজ আবার শুরু করব।”
View this post on Instagram
দক্ষিণী সিনেমা থেকে শুরু করে বলিউড পর্যন্ত প্যান-ইন্ডিয়ার সবচেয়ে বড় মহিলা তারকা হিসাবে উঠে এসেছেন রশ্মিকা (Rashmika Mandanna)। বলিউডে তিনি রণবীর কাপুরের সঙ্গে ‘অ্যানিমাল’ ছবির মাধ্যমে ইতিমধ্যেই ব্যাপক সাফল্য পেয়েছেন। বর্তমানে অভিনেত্রী ‘পুষ্পা 2’-এর মাধ্যমে আল্লু অর্জুনের সঙ্গে বড় পর্দায় রীতিমতো ঝড় তুলেছে তৈরি । ছবিতে তার অভিনয় দারুণ প্রশংসিত হচ্ছে দর্শক মহলে। ছবিটি ইতিমধ্যেই ভারতের দ্বিতীয় সবচেয়ে বেশি আয় করা ছবি হয়ে উঠেছে।
উল্লেখ্য, রশ্মিকা মান্দান্না (Rashmika Mandanna) বর্তমানে ব্যস্ত রয়েছেন তার আসন্ন ছবি ‘সিকান্দার’ । ছবিতে তিনি বলিউড ভাইজান সলমনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। যা ছবির বড় চমক হতে চেলেছে। ইতিমধ্যেই ছবির ট্রেলারকে ঘিরে দর্শক মহলে ব্যাপক উত্তজনরা সৃষ্টি হয়েছে। ছবির পরিচালনার দায়িত্বে এ আর মুরগার দাস। ছবি প্রযোজনার দায়িত্বে সাজিদ নাদিওয়াদলা। চলতি বছরে ঈদে মুক্তি পাবে ‘সিকান্দার’