বর্তামানে খবরের শিরোনামে রয়েছেন সেনগুপ্ত পরিবার (Sengupta family) । যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিয়ে ভাঙার খবরে আলোচনায় রয়েছে। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়াতে যিশু সেনগুপ্তের নাম না করে ইঙ্গতপূর্ণ পোস্ট করে থাকে নীলাঞ্জনা। যিশু-নীলাঞ্জনার সম্পর্কে টানাপোড়েন তাদের দুই মেয়ে সারা ও জারার নাম উঠে আসছে খবরে। তবে এই বিচ্ছেদের খবরের মধ্যে এসেছে এক আনন্দদায়ক খবর। ২০ বছর বয়সী সারা সেনগুপ্ত (sara Sengupta) এবার পা রাখতে চলেছেন বলিউডে (Bollywood debut)।
সারার (sara Sengupta) চলচ্চিত্র ক্যারিয়ার শুরু হয়েছিল শিশু অভিনেত্রী হিসেবে। ২০১৮ সালে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় “উমা” সিনেমায় অভিনয় করেছিলেন সারা। সিনেমায় তার সঙ্গে ছিলেন বাবা যিশু সেনগুপ্তও (Jisshu Sengupta)। এরপর তিনি আর সিনেমায় কাজ না করলেও মডেলিংয়ের মাধ্যমে নিজের স্থান তৈরি করেছেন। জানা গিয়েছে সারার বলিউড যাত্রা হতে চলেছে এক সুপারস্টারের সঙ্গে।
View this post on Instagram
তিনি আর কেউ নন বলিউড ভাইজান সলমন খান (Salman Khan)। বলিউড ইন্ডাস্ট্রিতে সলমনের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া সব অভিনেতা ও অভিনেত্রীদের কাছে স্বপ্ন পূরণের মতো। বলিউডের প্রথম ছবিতে সলমন খানকে একজন অভিভাবক বা গাইড হিসেবে পাওয়া, নিঃসন্দেহে সারার (sara Sengupta) জন্য অনেক বড় ব্যাপার। এই সুযোগ তাকে তার ক্যারিয়ারে নতুন উচ্চতায় পৌঁছানোর সম্ভাবনা খুলে দিতে পারে। আমরা অতীতে এমন অনেক অভিনেতাদের দেখেছি যারা সলমনের গাইডে ইন্ডাস্টিতে নিজের শক্ত জায়গা বানিয়েছে।
প্রসঙ্গত,সোশ্যাল মিডিয়াতে সারার (sara Sengupta) জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তার ইনস্টাগ্রামে প্রায় ৫০,০০০ ফলোয়ার রয়েছে। তার প্রতিটি সোশ্যাল মিডিয়া পোস্ট ভাইরাল হয়ে যায়। তার স্টাইল এবং সৌন্দর্য অনেকের কাছেই প্রশংসিত হচ্ছে। সারার সামাজিক মিডিয়া উপস্থিতি তাকে তার ক্যারিয়ারে আরও একধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে।