চোট সমস্যার জের, কতদিন মাঠের বাইরে থাপা?

জয় দিয়েই নতুন বছর শুরু করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। গত ম্যাচে নিজেদের ঘরের মাঠে হায়দরাবাদ এফসিকে পরাজিত করেছে কলকাতা ময়দানের এই প্রধান। সেই নিয়ে যথেষ্ট…

Anirudh Thapa Mohun Bagan SG

জয় দিয়েই নতুন বছর শুরু করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। গত ম্যাচে নিজেদের ঘরের মাঠে হায়দরাবাদ এফসিকে পরাজিত করেছে কলকাতা ময়দানের এই প্রধান। সেই নিয়ে যথেষ্ট খুশি সবুজ-মেরুন সমর্থকরা। গত ম্যাচের মত এই জয়ের ধারা বজায় রাখাই এখন অন্যতম লক্ষ্য সকলের। সেইমতো গত কয়েকদিন ধরেই গোটা দলকে অনুশীলন করাচ্ছেন বাগান কোচ জোসে মোলিনা‌। আইএসএলের সূচি অনুযায়ী আগামী ১১ ই জানুয়ারি হোম ডার্বি খেলতে নামবে মোহনবাগান। যেখানে তাঁদের লড়াই করতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলের সঙ্গে। প্রথম লেগের মতো ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় লেগে ও সেই ধারা বজায় রাখার লক্ষ্য থাকবে দিমিত্রি পেত্রাতোসদের।

তবে এসবের মাঝেই সকলকে চিন্তায় রেখেছে তারকা ফুটবলার অনিরুদ্ধ থাপার চোট। দিনকয়েক আগেই অনুশীলন করতে গিয়ে গুরুতর চোট পেয়েছিলেন‌ এই ভারতীয় মিডফিল্ডার। সেই সময় এমন কিছু বোঝা না গেলেও পরবর্তীতে পরিষ্কার হতে থাকে চোটের গভীরতা। বর্তমানে যা খবর তাঁতে সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরে আসতে প্রায় আড়াই থেকে তিন সপ্তাহ সময় লাগবে অনিরুদ্ধ থাপার। স্বাভাবিকভাবেই হাইভোল্টেজ ডার্বি ম্যাচের পাশাপাশি আরও বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না জাতীয় দলের এই দাপুটে ফুটবলার।

   

এক কথায় যা বিরাট ধাক্কা বাগানের শিবিরের কাছে। যারফলে সাহাল আব্দুল সামাদের পাশাপাশি দিমিত্রি পেত্রাতোসের মতো ফুটবলারদের উপরেই বাড়তি ভরসা রাখতে হবে সবুজ-মেরুনের হেডস্যারকে। পাশাপাশি আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন স্কটিশ ফরোয়ার্ড গ্ৰেগ স্টুয়ার্ট‌। গত কয়েক মাস ধরেই চোট আঘাতের সমস্যায় জর্জরিত ছিলেন এই হাইপ্রোফাইল ফুটবলার। স্বাভাবিকভাবেই খেলতে পারেননি বেশ কিছু ম্যাচ। সময়ের সাথে সাথেই ম্যাচফিট হয়ে উঠছিলেন এই তারকা। বর্তমানে সম্পূর্ণ সুস্থ স্টুয়ার্ট।

আগামী ডার্বি ম্যাচে তাঁর খেলা কার্যত নিশ্চিত বলাই চলে। পাশাপাশি অনিরুদ্ধ থাপার অনুপস্থিতিতে নিজেদের ম্যাচের পরিকল্পনার ক্ষেত্রেও বেশ কিছু বদল আনতে চলেছেন বাগানের স্প্যানিশ হেডস্যার। আগামীকালের ডার্বি ম্যাচের পর জামশেদপুর এফসির পাশাপাশি চেন্নাইয়িন এফসির মতো দলের বিপক্ষেও লড়াই করতে হবে মোহনবাগানকে। তাই সব দিক মাথায় রেখেই ফুটবলারদের তৈরি করছেন বাগান কোচ।