ইস্টবেঙ্গল ছেড়ে কোথায় যেতে পারেন গুরসিমরত? জানুন

নতুন বছরের প্রথম থেকেই খুলে গিয়েছে উইন্টার ট্রান্সফার উইন্ডো। যেটিকে কাজে লাগিয়ে নিজেদের দলের মধ্যে একাধিক বদল আনতে মরিয়া দেশের প্রতিটি ফুটবল ক্লাব। আইএসএল হোক…

gursimrat singh gill

নতুন বছরের প্রথম থেকেই খুলে গিয়েছে উইন্টার ট্রান্সফার উইন্ডো। যেটিকে কাজে লাগিয়ে নিজেদের দলের মধ্যে একাধিক বদল আনতে মরিয়া দেশের প্রতিটি ফুটবল ক্লাব। আইএসএল হোক কিংবা আইলিগ প্রতিটি ক্ষেত্রেই দেখা যায় এই বদল‌। বলাবাহুল্য , গত কয়েকদিনে একাধিক পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে দল বদলের বাজারে। এবার সেই তালিকায় উঠে আসতে শুরু করেছে গুরসিমরত গিলের (Gursimrat Singh Gill) নাম। বলাবাহুল্য, গত কয়েক মাস ধরেই তাঁর দল ছাড়া নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা। গত মরসুমের শুরুতে কলকাতা ময়দানের এই প্রধানের সঙ্গে যুক্ত হয়েছিলেন পাঞ্জাবের এই ফুটবলার।

তবে এখনও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি এই ফুটবলার। স্বাভাবিকভাবেই তাঁকে অন্য দলে লোনে ছাড়া পরিকল্পনা রয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের। এক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল পড়শী ক্লাব মহামেডান স্পোর্টিংয়ের নাম। কিন্তু পরবর্তীতে সময় এগোনোর সাথে সাথেই বদলাতে থাকে গোটা পরিস্থিতি। এবার নাকি তাঁকে দলে নেওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে আইলিগের এক ফুটবল। হ্যাঁ ঠিকই শুনেছেন। বিশেষ সূত্র মারফত খবর, এবার নাকি দলে টানার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে দিল্লি এফসি।

   

বর্তমানে ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আইলিগের পয়েন্ট টেবিলের নবম স্থানে রয়েছে দিল্লি এফসি। সেখান থেকেই এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। তবে লড়াইটা যে খুব একটা সহজ হবে না, সেটা ভালো মতোই জানেন ইয়ান লো। তবে দলের রক্ষণভাগকে শক্তিশালী করাটাই এখন অন্যতম লক্ষ্য ম্যানেজমেন্টের। এক্ষেত্রে নাকি গুরসিমরত গিলকে দলে টানার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে দিল্লি এফসি। সেইমতো কথাবার্তাও নাকি এগিয়ে গিয়েছে অনেকটা দূর। কিন্তু এক্ষেত্রে তাঁর সঙ্গে আদৌ চুক্তি ভঙ্গ করার সিদ্ধান্ত নেবে কিনা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সেটা এখনও স্পষ্ট নয়।

মনে করা হচ্ছে এক্ষেত্রে লোন ডিলেই হয়তো আইলিগের এই ফুটবল ক্লাবে পাঠাতে পারে ইস্টবেঙ্গল। অন্যদিকে, নিজেদের দলকে শক্তিশালী করতে এবারের উইন্টার ট্রান্সফার উইন্ডোতে একাধিক ফুটবলারদের দিকে নজর রয়েছে ময়দানের এই প্রধানের। সব ঠিকঠাক থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ঘোষণা করা হতে পারে নয়া ফুটবলারদের নাম।