সীমান্তে সংঘাত! পেট্রাপোলে BSF-BGB’র ফ্ল্যাগ মিটিং-এ কী সিদ্ধান্ত হল?

মালদায় (Maldah)কাঁটাতার বসানো নিয়ে দু-পক্ষের সংঘাতের পর অবশেষে ফ্ল্যাগ মিটিংয়ে আলোচনায় বসে ভারত-বাংলাদেশ (India Bangladesh Border)। বৃহস্পতিবার দুপক্ষের সীমান্তরক্ষী বাহিনী পেট্রাপোল-বেনাপোল সীমান্তে আলোচনায় অংশগ্রহণ করে।…

BSF BGB border meeting on Thursday over border conflict in maldah sector

মালদায় (Maldah)কাঁটাতার বসানো নিয়ে দু-পক্ষের সংঘাতের পর অবশেষে ফ্ল্যাগ মিটিংয়ে আলোচনায় বসে ভারত-বাংলাদেশ (India Bangladesh Border)। বৃহস্পতিবার দুপক্ষের সীমান্তরক্ষী বাহিনী পেট্রাপোল-বেনাপোল সীমান্তে আলোচনায় অংশগ্রহণ করে। ওই আলোচনায় পারস্পারিক সহযোগিতা ও সীমান্তে যৌথ সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বিএসএফ-বিজিবি। আগামীতে পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে দুপক্ষের বাহিনীই যৌথ সহযোগিতার সঙ্গে কাজ করবে বলেই জানানো হয়েছে বিএসএফের তরফে। 

Advertisements

অনুপ্রবেশ! বিএসএফকে কাঁটাতার বসাতে বাধা বিজিবির, সংঘাত অব্যাহত

   

গত কয়েকদিন মালদা সীমান্তে অশান্তির জেরে উত্তপ্ত হয়ে ওঠে দুদেশের সীমান্তবর্তী এলাকা। অশান্তির জেরে ব্যহত হয় মালদা সীমান্ত এলাকার গ্রামবাসীদের জনজীবনও। তারপর এই ফ্ল্যাগ মিটিং অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিকমহল। তবে এই মিটিংকে রুটিন বৈঠক বলে দাবি বিএসএফের।

দিল্লি জয়ে ভুয়ো ভোটার তালিকা তৈরি বিজেপির, প্রতিবাদ কেজরিওয়ালের

মালদার বৈষবনগরে ভারত-বাংলাদেশ (India Bangladesh Border) সীমান্তে ফের উত্তেজনা। কাঁটাতার দেওয়া নিয়ে দুদেশের নাগরিকেরাও সংঘাতে জড়ায়। বিএসএফ (BSF) কাঁটা তার দিতে গেলে বাধা দেয় বিজিবি। ভারতীয় ভূখন্ডকে বিতর্কিত বলে দাবি করে ওপারের নাগরিকেরা। রোহিঙ্গারা মালদা সীমান্ত দিয়ে রাজ্যে প্রবেশের চেষ্টা করছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। তবে সেই দাবি নস্যাৎ করে বিজিবি। এই সংঘাতের আবহেই বৃহস্পতিবার পেট্রাপোল-বেনাপোলে ফ্ল্যাগ মিটিং-য়ে বসে বিএসএফ-বিজিবি।

Advertisements

শম্ভু সীমান্তে বিষ খেলেন আন্দোলনরত কৃষক! মৃত্যু পটিয়ালার হাসপাতালে

তবে দু-পক্ষের সংঘাতের কারণে আপাতত স্থগিত রাখতে হয়েছে কাঁটাতার দেওয়ার কাজ। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা দিয়ে পাচারচক্র ও অনুপ্রবেশ রমরমিয়ে চলে আসছে। অন্যদিকে, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ জুড়ে সৃষ্টি হয় নৈরাজ্যকর পরিস্থিতির। সেই আবহে বাংলাদেশ থেকে ভারতে আসতে শুরু করে বিরাট অনুপ্রবেশের ঢল। আর এই অনুপ্রবেশকে কাজে লাগিয়ে একাধিক জঙ্গি সংগঠনের সদস্যরাও ভারতের মাটিতে অনুপ্রবেশ করে বলে অভিযোগ তোলা হয় কেন্দ্রের পক্ষ থেকে। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেফতার করা হয়েছে বহু বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। তারমধ্যে রমরমিয়ে চলা জাল পাসপোর্ট চক্রের হদিশ মেলায় সামগ্রীক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন কেন্দ্র।