শম্ভু সীমান্তে বিষ খেলেন আন্দোলনরত কৃষক! মৃত্যু পটিয়ালার হাসপাতালে

নয়াদিল্লি: শম্ভু সীমান্তে ফের আত্মঘাতী কৃষক৷ বৃহস্পতিবার সকালে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন আন্দোলনরত এক কৃষক৷ তাঁর বিষ খাওয়ার খবর পেয়েই ছুটে আসেন বাকী সতীর্থরা৷…

Farmer Suicide Shambhu Border

short-samachar

নয়াদিল্লি: শম্ভু সীমান্তে ফের আত্মঘাতী কৃষক৷ বৃহস্পতিবার সকালে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন আন্দোলনরত এক কৃষক৷ তাঁর বিষ খাওয়ার খবর পেয়েই ছুটে আসেন বাকী সতীর্থরা৷ তড়িঘড়ি তাঁকে পটিয়ালার রাজেন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু শেষরক্ষা হল না৷ এদিন দুপুরে হাসপাতালেই মৃত্যু হয় ওই কৃষকের৷ উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বরই এই শম্ভু সীমান্তেই আত্মহত্যা করেছিলেন এক আন্দোলনরত কৃষক। এই ঘটনার রেশ কাটার আগেই ফের বিপত্তি৷ বছরের শুরুতেই ঘটল কৃষক-আত্মহত্যার ঘটনা৷  ঘটল। (Farmer Suicide Shambhu Border)

   

আচমকাই বিষপান Farmer Suicide Shambhu Border

অন্যান্য দিনের মতো এদিন সকালে কৃষক বন্ধুের সঙ্গে দিল্লির উপকন্ঠে শম্ভূ সীমান্তে আন্দোলনে সামিল হয়েছিলেন বছর ৫৫-র ওই কৃষক৷ কিন্তু, আচমকা বিষ খেয়ে নেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, ওই কৃষকের বাড়ি পঞ্জাবের তরন তারন জেলার পাহুবিন্দে৷ অপর এক আন্দোলনকারী কৃষক তেজভীর সিং-এর অভিযোগ, কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভের পাহাড় ক্রমেই বাড়ছিল৷ সেই ভার সহ্য করতে না পরেই তিনি চরম সিদ্ধান্ত নিয়েছেন৷ 

একাধিক দাবি Farmer Suicide Shambhu Border

ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি), কৃষিঋণ মকুব, পেনশনের ব্যবস্থা, বিদ্যুতের বিল না-বাড়ানো সহ একাধিক দাবিদাওয়া নিয়ে দীর্ঘ দিন ধরেই আন্দোলন চালাচ্ছেন হরিয়ানা-পঞ্জাবের কৃষকেরা৷ গত বছর ১৩ ফেব্রুয়ারি দিল্লি সংলগ্ন পঞ্জাব এবং হরিয়ানার শম্ভু এবং খানাউড়ি সীমানায় অবস্থানে বসেন তাঁরা৷ ২৬ নভেম্বর এই কৃষক আন্দোলন নতুন মাত্রা পায়৷ সীমান্তে আমরণ অনশন শুরু করেন কৃষক নেতা জগজিৎ সিং ডাল্লেওয়াল৷ তাঁর শারীরিক অবস্থা সংকটজনক হলেও এখনও অনশন ভঙ্গ করেননি তিনি৷ 

 

গত নভেম্বর মাসে দিল্লির উদ্দেশে মিছিল শুরু করেছিলেন কৃষকরা৷ কিন্তু তাঁদের দিল্লিতে ঢুকতে দেওয়া হয়নি৷ দিল্লি পুলিশের বাধার মুখে পড়ে সীমান্তেই আটকে যান আন্দোলনরত কৃষকরা৷ 

 

Bharat: A protesting farmer at Shambhu border committed suicide by poisoning. Rushed to Patiala’s Rajendra Hospital, but couldn’t be saved. This follows another farmer’s suicide on Dec 18. The protest sees another tragic start to the year.