‘সরকার ফেলে দেব! ৪৮ ঘণ্টা সময় দিলাম’, চরম হুঁশিয়ারি মহম্মদ ইউনূসকে

কলকাতা: গত বছর অগাস্ট মাসে বাংলাদেশে শুরু হয়েছিল কোটা আন্দোলন৷ সেই আন্দোলন আচমকাই বদলে যায় গণঅভ্যুত্থানে৷ ভয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা৷ হাজার হাজার উন্মত্ত জনতা…

bd protesting against Yunus govt

কলকাতা: গত বছর অগাস্ট মাসে বাংলাদেশে শুরু হয়েছিল কোটা আন্দোলন৷ সেই আন্দোলন আচমকাই বদলে যায় গণঅভ্যুত্থানে৷ ভয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা৷ হাজার হাজার উন্মত্ত জনতা প্রধানমন্ত্রী বাসভবন ‘গণভবনে’ ঢুকে তাণ্ডব শুরু করেন৷ ভাঙচুর চালানো হয় সরকারি দফতরগুলিতে৷ নতুন বছরে আবারও কি সেই ছবি দেখবে বাংলাদেশের মানুষ? কারণ এবার সে দেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসকে ৪৮ ঘণ্টার সময় বেধে দিল আমজনত৷ নতুন কর প্রত্যাহার করা না হলে সরকার ফেলে দেওয়া হবে বলেও এল হুমকি৷ (bd protesting against Yunus govt)

কেন আম-জনতার রোষের মুখে ইউনূস? bd protesting against Yunus govt

এখন প্রশ্ন হল কোন সিদ্ধান্তের জন্য আম-জনতার রোষের মুখে পড়লেন ইউনূস? এর বেশ কয়েকটি কারণ রয়েছে৷ বস্তুত, বাংলাদেশের মসনদে শেখ হাসিনার পতনের পর অন্তবর্তী সরকারের মাথায় বসেন মহম্মদ ইউনূস। ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক নতুন নিয়মের প্রবর্তন শুরু করেছেন তিনি। তেমনই এক নিয়মে বলা হয়েছে, এবার থেকে রেস্তোরাঁয় খাবার খেতে হলে, বিলের উপর অতিরিক্ত ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে। আগে মাত্র ৫ শতাংশ ভ্যাট দিতে হত বাংলাদেশের মানুষকে। এক লাফে তা ১৫ শতাংশ করতেই চটেছে সে দেশের সাধারণ মানুষ। পাশাপাশি বলা হয়েছে, বিস্কুট, আচার, ম্যাট্রেস, টিস্যু পেপারের উপরেও ১৫ শতাংশ করে ভ্যাট বসবে। ড্রাইভিং লাইসেন্স পেতে গেলেও কর গুণতে হবে ১৫ শতাংশ৷ 

   

নাগরিক সমাজের ক্ষোভ bd protesting against Yunus govt

ইউনূস সরকারের একের পর এক সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েছে সে দেশের নাগরিক সমাজ৷ তাঁদের দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া৷ সাধারণ মানুষের নাগালের বাইরে৷ অত্যাবশ্যকীয় ভোগ্যপণ্যগুলির দামও দিন দিন বেড়ে চলেছে৷ এর মধ্যেই বিভিন্ন জিনিসের উপর বাড়তি করের বোঝা চাপিয়েছে ইউনূস সরকার।  রান্নার গ্যাসের দাম আড়াই গুণ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে৷ এর প্রতিবাদেই ফেটে পড়েছে বাংলাদেশের জনগণ।প্রতিবাদে পথে নেমেছেন তাঁরা৷ হুমকি, এই সব কর বাতিল করা না হলে সরকারকে গদি থেকে উৎখাত করা হবে৷ 

 Bangladesh: Bangladesh’s interim government led by Mohammad Yunus faces public outrage over new tax hikes. Citizens demand withdrawal within 48 hours or threaten to overthrow the government. VAT on restaurant bills increased from 5% to 15%, sparking widespread anger.