পিছিয়ে থেকেও কিভাবে ফিরে আসা যায় সেটা আবার দেখিয়ে দিল হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। নির্ধারিত সূচি অনুযায়ী গত বুধবার অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী এফসি গোয়ার বিপক্ষে খেলতে নেমেছিল হায়দরাবাদ ফুটবল দল। সম্পূর্ণ সময়ের শেষে ১-১ গোলের অমীমাংসিত ফলাফলে শেষ হয় এই ম্যাচ। এদিন গোয়া দলের হয়ে গোল করেন আর্মান্দো সাদিকু। অন্যদিকে, হায়দরাবাদ এফসির জার্সিতে গোল পান অ্যালান ডি সুজা মিরান্ডা। নিজামের শহরের ফুটবল ক্লাবের এমন পারফরম্যান্স তাঁক লাগিয়ে দিয়েছে সকলকে। বলাবাহুল্য, গত ডিসেম্বরের শেষে কলকাতা ময়দানের অন্যতম প্রধান ইমামি ইস্টবেঙ্গলের মুখোমুখি হয়েছিল হায়দরাবাদ এফসি।
সেই ম্যাচে ইস্টবেঙ্গল এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত থেকেছিল অমীমাংসিত ফলাফলে। গোল পেয়েছিলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার মনোজ মহম্মদ। দলের এমন পারফরম্যান্স খুশি করেছিল হায়দরাবাদ সমর্থকদের। কিন্তু নতুন বছরের শুরুটা খুব একটা ভালো ছিল না। পরাজিত হতে হয়েছিল কলকাতা ময়দানের আরেক প্রধান মোহনবাগান সুপার জায়ান্টের কাছে। সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছিল অ্যালেক্স সাজিদের। সেটাই হল গত বুধবার। অ্যাওয়ে ম্যাচে তাঁরা আটকে দিল মানোলো মার্কুয়েজের এফসি গোয়া শিবিরকে। এই নিয়ে আইএসএলে নিজের তৃতীয় গোল পেয়ে গেলেন অ্যালান ডি সুজা মিরান্ডা।
শক্তিশালী এফসি গোয়া পয়েন্ট নষ্ট করায় কিছুটা হলেও একটি অক্সিজেন পাবে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলগুলি। সেটা কাজে লাগানোই এখন অন্যতম লক্ষ্য ইমামি ইস্টবেঙ্গল থেকে শুরু করে অন্যান্য ক্লাব গুলির। তবে সময়ের সাথে সাথে এডমিলসন কোরিয়াদের এমন পারফরম্যান্স তাঁক লাগিয়ে দিচ্ছে সকলকে। আসলে গতবারের মতো এই সিজনের শুরুটা ও খুব একটা ভালো হয়নি নিজামের শহরের এই ফুটবল ক্লাবের। প্রথম থেকেই পরাজিত হতে হচ্ছিল আইএসএলের একাধিক ম্যাচ। যারফলে প্রভাব পড়েছিল পয়েন্ট টেবিলে।
ইন্ডিয়ান সুপার লিগের এই দ্বিতীয় লেগে সেখান থেকেই এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ শামিল চেম্বাকাথদের। আগামী ১৮ই জানুয়ারি নিজেদের ঘরের মাঠে শক্তিশালী বেঙ্গালুরু এফসির বিপক্ষে খেলতে নামবে হায়দরাবাদ এফসি। সেই ম্যাচে জয় পাওয়াই এখন অন্যতম লক্ষ্য দলের ফুটবলারদের। তবে গোয়া ম্যাচে লাল কার্ড দেখায় আসন্ন এই ম্যাচে খেলতে পারবেন না দলের ভরসাযোগ্য ডিফেন্ডার অ্যালেক্স সাজি।