দেবভক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের পরিচালকের

বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতে কিছু দিন ধরে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় উঠেছে। সম্প্রতি দেবভক্তদের (Dev fans) একাংশের আক্রমণের লক্ষ্য হয়ে উঠেছেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)…

The focus keyword for Shiboprosad Mukherjee complaint against Dev fans**

বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতে কিছু দিন ধরে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় উঠেছে। সম্প্রতি দেবভক্তদের (Dev fans) একাংশের আক্রমণের লক্ষ্য হয়ে উঠেছেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও তার স্ত্রী জিনিয়া সেন (Zinia sen) । ‘খাদান’ ছবির সাফল্যের মাঝেই কুরুচিকর ভাষায় শিবপ্রসাদ ও জিনিয়াকে আক্রমণ করা শুরু করেছে কিছু দেবভক্ত। এমনকি ডিপফেকের মাধ্যমে একাধিক ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই শিবপ্রসাদ ও জিনিয়া পুলিশ স্টেশনে গিয়ে এফআইআর দায়ের করেন। 

   

সোশ্যাল মিডিয়ায় দেবভক্তদের (Dev fans) আক্রমণের বিরুদ্ধে জিনিয়া সেন (Zinia sen) পালটা উত্তর দিয়েছেন। “ফ্যান ক্লাবের উপদ্রব এবং হুমকি সোশ্যাল মিডিয়া জীবনের একটা অংশ। এই সমস্ত ট্রোলিং আমাদের সিনেমাকে আটকাতে পারেনি, পারবেও না,” বলেন তিনি। জিনিয়া সেন আরও লিখেছেন, “ঠিক যেমনটা পুষ্পা বলেছিল, হাম ঝুঁকেগা নেহি।” সেই পোস্টে শিবপ্রসাদকে হুমকি দিয়ে দেব ভক্তরা লিখেছেন “দেবদার সঙ্গে রিলিজ বন্ধ কর নাহলে তোর অবস্থা খারাপ করে দেব। দেব ফ্যান-পাওয়ার জানিস না কি জিনিস, ওয়ানিং দিচ্ছি শুধরে যা নাহলে আমরা দেব ফ্যানরা মিলে তোকে শুধরে দেব।” এমনই কিছু অকথ্য ভাষায় গালিগালাজও করা হয় শিবপ্রসাদ এবং তার স্ত্রীকে। 

বুধবার প্রথমে সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের (complaint) করে শিবপ্রসাদ-জিনিয়া। এর পরে বিকেলে রবীন্দ্র সরোবর থানায় এফআইআরও করেন। শিবপ্রসাদ ও জিনিয়া সেন জানিয়েছেন এই ধরনের পরিস্থিতি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির ইতিহাসে কখনো দেখা যায়নি। সংবাদমাধ্যমকে জিনিয়া বলেন“ফ্যান ক্লাবের উপদ্রব এবং হুমকি সোশ্যাল মিডিয়া জীবনের একটা অংশ, তবে এরকম কুরুচিকর এবং আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা আগে কখনো দেখিনি,” । তিনি আরও জানান, “এদের বড় রকমের শাস্তি হওয়া উচিত। আমরা পুলিশের উপর আস্থা রাখি, এবং বিশ্বাস করি পুলিশ কঠোর পদক্ষেপ নেবে।”

 শিবপ্রসাদ (Shiboprosad Mukherjee) ও জিনিয়ার (Zinia sen) ব্যক্তিগত আক্রমণ, বাংলা চলচ্চিত্র জগতের জন্য একটি অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে। অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে তিনি লিখেছেন, “নোংরামির একটা সীমা আছে। এই রেপ মেন্টালিটিকেও জাস্টিফাই করা হবে? তারকারা না হয় দাঁতে দাঁত চেপে ট্রোল সহ্য করে, কিন্তু ঘরের বউ, দিদি কাউকে একা ছাড়বে না?”