কুয়াশাচ্ছন্ন সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অধ্যক্ষা এবং জখম ৬ পড়ুয়া। বুধবার সকালে একটি বেপরোয়া গতিতে আসা গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় স্কুল ভ্যানটির।
আরও পারদ পতনের ইঙ্গিত বঙ্গে! চার জেলায় হবে বৃষ্টি
ঘটনাটি ঘটে বাঁকুড়ার (Bankura) বিষ্ণুপুর থানার বন কামারপুকুর মোড় এলাকায়। মৃত অধ্যক্ষার নাম রুমা বিশ্বাস, বয়স ৩০। দুর্ঘটনার পর অধ্যক্ষা সহ ওই ছয় পড়ুয়াকে ভর্তি করা হয় বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর ওই ছয় পড়ুয়াকে ছেড়ে দিলেও অধ্যক্ষাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
কোচবিহারে বিদেশি মুদ্রা-সহ গ্রেফতার ৭ বাংলাদেশি
পুলিশ সূত্রে খবর, আরামবাগ-বিষ্ণুপুর সড়কে, বিষ্ণুপুরের কাছে দুর্ঘটনার শিকার হয় স্কুল ভ্যানটি। এদিন সকালে বাঁকুড়ার জয়পুর ব্লকের জুজুড় এলাকা থেকে বিষ্ণুপুরের দিকে আসছিল স্কুল ভ্যানটি। তখনই উল্টো দিক থেকে আসা গাড়িটির সঙ্গে সংঘর্ষ হয় স্কুল ভ্যানটির। তীব্র সংঘর্ষে ভ্যানের সামনের অংশ ভেঙে চুরমার হয় যায়। গাড়িতে আটকে থাকা আক্রান্তদের উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা।
সন্দেশখালির ‘নির্যাতিতা’র বাড়িতে প্রহরা, পুলিশকে দ্রুত চার্জশিটগঠনের নির্দেশ হাইকোর্টের
বিগত ৮ বছর ধরে এই ভ্যান টিতেই যাতায়াত করতো স্কুলের পড়ুয়া ও শিক্ষিকারা। এই দুর্ঘটনার ফলে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্কুল কতৃপক্ষ।