নয়াদিল্লি: কোনও মহিলার শারীরিক গঠন নিয়ে মন্তব্য করাও যৌন হেনস্থার সমান৷ একটি মামলার পরিপ্রেক্ষিতে এমনটাই পর্যবেক্ষণ রাখল কেরল হাই কোর্ট। আদালত মনে করে, কোনও মহিলার শারীরিক গঠন নিয়ে আপত্তিকর মন্তব্য আসলে যৌনগন্ধী। এই ধরনের অভিযোগ যৌন হেনস্থার মামলার আওতায় পড়তে পারে। সেই অনুযায়ী সাজাও পাবেন অভিযুক্ত। (High Court sexual harassment ruling)
যৌন হয়রানির অভিযোগ High Court sexual harassment ruling
বুধবার কেরল হাই কোর্টের বিচারপতি এ বদরুদ্দিন এই রায় দেওয়ার পাশাপাশি প্রাক্তন কেরল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড (KSEB)-এর কর্মীর করা আবেদনও খারিজ করে দেন। রাজ্য বিদ্যুৎ পর্ষদের ওই কর্মীর বিরুদ্ধে এক মহিলা সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগ রয়েছে৷ তার প্রেক্ষিতেই এই মামলা৷
ওই মহিলার অভিযোগ ছিল, অভিযুক্ত ব্যক্তি ২০১৩ সাল থেকে ওই যুবক তাঁর শারীরিক গঠন নিয়ে নানা মন্তব্য করে আসছেন৷ তিনি অশ্লীল শব্দের প্রয়োগ করেছেন৷ ২০১৬-১৭ সালে তাঁর এহেন আচরণ আরও বেড়ে যায়। তাঁকে অশ্লীল বার্তা পাঠানোর পাশাপাশি ভয়েস কলও করতে শুরু করেন। মহিলা আরও জানান, বিদ্যুৎ পর্ষদ ও পুলিশে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি৷ বারবার তাঁকে হেনস্থা হতে হয়েছে৷ তারপর তিনি আদালতের দরজায় কড়া নাড়েন৷
একাধিক ধারায় অভিযোগ High Court sexual harassment ruling
অভিযুক্তকে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪এ (যৌন হয়রানি) এবং ৫০৯ (মহিলার সম্ভ্রমে অবমাননা) ধারা অনুযায়ী এবং কেরল পুলিশ আইনের ১২০(ও) ধারা অনুযায়ী অভিযুক্ত করা হয়েছে, যা অবাঞ্ছিত যোগাযোগের মাধ্যমে অসুবিধা সৃষ্টি সম্পর্কিত।
ওই মহিলার আবেদন খারিজ করার আবেদন জানিয়েছে এ বদরুদ্দিনের বেঞ্চে পাল্টা মামলা করেন ওই যুবকও৷ তাঁর আইনজীবী জানান, কোনও মহিলার শারীরিক গঠনের প্রশংসা করা যৌন হেনস্থা হতে পারে না। ওই যুবক তাঁর মহিলা সহকর্মীর শারীরিক গঠনের প্রশংসা করেছিলেন এবং তাঁকে জানিয়েছিলেন, তাঁর শরীরিক গঠন খুব সুন্দর। পাল্টা ওই মহিলার আইনজীবী জানান, ওই যুবকের মন্তব্য সম্মানহানিকর৷ তাঁর মক্কেলকে হেনস্থা করার উদ্দেশ্যেই ওই মন্তব্য করা হয়েছে। এদিন বিচারপতি মহিলার পক্ষেই রায় দেন এবং জানিয়ে দেন, ওই যুবকের মন্তব্য ‘যৌনগন্ধী’।
Bharat: Kerala High Court rules that comments on a woman’s physical appearance amount to sexual harassment. The court dismissed a former KSEB employee’s plea, emphasizing the severity of such remarks. Learn more about this landmark judgment.