নয়াদিল্লি: আম আদমি পার্টি ও পুলিশের খণ্ডযুদ্ধে উত্তপ্ত রাজধানী৷ বুধবার সকালে দিল্লি পুলিশের সঙ্গে তীব্র বচসায় জড়ায় আপ নেতারা৷ পুলিশ আপ সাংসদ সঞ্জয় সিং এবং দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজকে মুখ্যমন্ত্রীর বাসভবনে ঢুকতে বাধা দিতেই গন্ডোগলের সূত্রপাত। বিজেপির আনা অভিযোগের বিরুদ্ধে একটি মিডিয়া ট্যুরের পরিকল্পনা করেছিলেন আপ নেতারা। বিজেপি’র দাবি, অরবিন্দ কেজরিওয়ালের আমলে মুখ্যমন্ত্রীর বাসভবনের সংস্কার খরচ অতিরিক্ত ছিল। (AAP leaders clash with Delhi police)
পুলিশের সঙ্গে তীব্র বাকবিতণ্ডা AAP leaders clash with Delhi police
এদিন পুলিশ তাঁদের পথ রুখতেই আপ নেতারা পুলিশের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়ায়। সেখান থেকে শুরু হয় ধাক্কাধাক্কি৷ ৬ ফ্ল্যাগ স্টাফ রোডে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে ধরনায় বসেন তাঁরা৷ পুলিশ জানায়, আপ নেতাদের মুখ্যমন্ত্রীর বাসভবনে প্রবেশের কোনও অনুমতি ছিল না৷ পাল্টা আপ নেতাদের অভিযোগ, রাজনৈতিক কারণে তাদের বাধা দেওয়া হয়েছে। তাদের দাবি, জনগণের সামনে সত্য তুলে ধরার কোনও সুযোগ তাদের দেওয়া হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে দিল্লিতে৷
উপরাজ্যপালের নির্দেশ AAP leaders clash with Delhi police
দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেন, ‘‘পুলিশ ও পিডব্লিউডি কর্মকর্তাদের বক্তব্য, উপর থেকে নির্দেশ এসেছে৷ কাউকে মুখ্যমন্ত্রীর বাসভবনে প্রবেশ করতে দেওয়া যাবে না। আমি তাদের বলেছি, আমি একজন মন্ত্রী, তার পরেও আমাকে আটকানো হল৷ এর অর্থ, উপরাজ্যপাল (লেফটেন্যান্ট গভর্নরের)-এর থেকে এই নির্দেশ এসেছে৷’’ তিনি আরও বলেন, ‘‘বিজেপি পুলিশের এই কাজে দারুণ খুশি হবে।”
উল্লেখ্য, মাস পেরলেই নির্বাচন দিল্লিতে৷ মঙ্গলবার ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন৷ আগামী ৫ ফেব্রুয়ারি এক দফায় বিধানসভা ভোট দিল্লিতে৷ ভোট গণনা ৮ তারিখ৷ এবার ত্রিমুখী লড়াই দেখবে দিল্লিবাসী৷ তৃতীয়বার ক্ষমতা দখলে মরিয়ে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি৷ অন্যদিকে, ক্ষমতা পেতে উপগ্রীব বিজেপি-কংগ্রেস৷
Bharat: AAP leaders clash with Delhi police over entry to CM’s residence. Tensions rise as police block AAP MPs Sanjay Singh and Saurabh Bharadwaj. BJP accuses AAP of overspending on CM’s residence renovation. Get the latest updates on this political drama.