মুক্তির আগেই অক্ষয়ের ‘স্কাইফোর্স’ নিয়ে বির্তক, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মনোজের!

বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar) তার আসন্ন ছবি ‘স্কাইফোর্স’ (Sky Force) নিয়ে লাইমলাইটে রয়েছেন। ছবির প্রচার ব্যবস্থা চলছে জড় কদমে। সম্প্রতি মুক্তি পেয়েছে…

manoj-muntashir-claims-rights-maaye-song-sky-force-makers-warning

বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar) তার আসন্ন ছবি ‘স্কাইফোর্স’ (Sky Force) নিয়ে লাইমলাইটে রয়েছেন। ছবির প্রচার ব্যবস্থা চলছে জড় কদমে। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার, যা দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। ছবি মুক্তির মাত্র ১৫ দিন বাকি তার আগেই বির্তকে জড়িয়েছে ‘স্কাইফোর্স’। এমনকি আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারির দিয়েছেন মনোজ মুনতাশির (Manoj Muntashir)।

বির্তকের সূত্রপাত ‘স্কাইফোর্স’ (Sky Force) ছবির গানের টিজারকে ঘিরে। আসলে ছবির নির্মাতার মায়ে গানের একটি টিজার প্রকাশ করেছে জিও স্টুডিওর এক্স-হ্যান্ডেলে। গানের টিজারে বি প্রাক ও তানিষ্ক বাগচী কৃতিত্ব (Song Credit) দেওয়া হয়েছে কিন্তু গানের লেখক মনোজ মুনতাশিরকে (Manoj Muntashir)উল্লেখ করা হয়নি। ঠিক এই কারণে মনোজ তার এক্স হ্যান্ডেলে নির্মাতাদের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন।

   

জিও স্টুডিওর এক্স-হ্যান্ডেলে নির্মাতা স্কাইফোর্স’ (Sky Force) ছবির মায়ে গানের ছোট্ট একটি টিজার প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘মেয়ে – বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদিত যারা তাদের মাতৃভূমিকে রক্ষা করার জন্য সর্বস্ব উৎসর্গ করেছেন।’ 

‘স্কাই ফোর্স’ (Sky Force) -এর নির্মাতারা টিজারের ক্যাপশনে মনোজ মুনতাশিরকে ট্যাগ করেছেন কিন্তু কৃতিত্ব না পেয়ে লেখক ক্ষুব্ধ। জিও সিনেমার টুইটটি পুনরায় শেয়ার করে তিনি লিখেছেন, ‘অনুগ্রহ করে নোট করুন @jiostudios, @MaddockFilms @saregamaglobal এই গানটি কেবল গাওয়া এবং সুর করা নয়, এটি এমন একজন ব্যক্তির দ্বারা লেখা, যিনি এই গানটির জন্য তার সমস্ত প্রচেষ্টা দিয়েছেন এবং রক্তপাত করেছেন ঘাম। 

মনোজ মুনতাশির (Manoj Muntashir) টুইটে আরও লিখেছেন, ‘প্রাথমিক ক্রেডিট থেকে লেখকদের নাম মুছে ফেলা নৈপুণ্য এবং সম্প্রদায়ের প্রতি নির্মাতাদের পক্ষ থেকে চরম অসম্মান প্রদর্শন করে। আগামীকাল মুক্তি পাওয়া মূল গানসহ অবিলম্বে সংশোধন না হলে গানটি প্রত্যাখ্যান করব। দেশের আইনের সামনে আমার কন্ঠস্বর যেন শোনা যায় তাও নিশ্চিত করব। @IPRSmusic’

উল্লেখ্য, আগামী ২৪ জানুযারি বড় পর্দায় মুক্তি পাবে অক্ষয়ের (Akshay Kumar) ‘স্কাইফোর্স'(Sky Force)। এই ছবিতে অক্ষয় ছাড়াও গুরত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বীর পাহাড়িয়া, সারা আলি খান এবং নিমরত কৌরও