জয় দিয়েই নতুন বছর শুরু করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। গত সপ্তাহের বৃহস্পতিবার সন্ধ্যায় নিজেদের ঘরের মাঠে দুর্বল হায়দরাবাদ এফসির বিপক্ষে খেলতে নেমেছিল গত আইএসএলের লিগ শিল্ড জয়ীরা। সম্পূর্ণ সময়ের শেষে তিনটি গোলের ব্যবধানে নিজামের শহরের এই ফুটবল ক্লাবকে পরাজিত করেছিল মোহনবাগান। সেই সুবাদে ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে নিজেদের মজবুত করেছে ময়দানের এই প্রধান। এবার সেই ধারা বজায় রাখাই এখন অন্যতম লক্ষ্য সকলের কাছে। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১১ই জানুয়ারি ডার্বি ম্যাচ খেলতে নামবে মোহনবাগান দল।
যেখানে তাঁদের লড়াই করতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলের সঙ্গে। ডার্বি ম্যাচের ভেন্যু নিয়ে গত কয়েকদিন ধরে ব্যাপক বিতর্ক তৈরি হলেও এক্ষেত্রে এই ম্যাচ আয়োজন ঘিরে অনেকটাই এগিয়ে গৌহাটি। সব ঠিকঠাক থাকলে এবার এখানেই হয়তো হবে এই হাইভোল্টেজ ম্যাচ। বর্তমানে এই ম্যাচে জয় পাওয়াই অন্যতম লক্ষ্য সবুজ-মেরুন ফুটবলারদের। বলাবাহুল্য, এই ডার্বি ম্যাচে জয় আসলে এবার ও লিগ টেবিলের প্রথম স্থানে নিজেদের আরও মজবুত করে ফেলবে মেরিনার্সরা। গত কয়েকদিন ধরে সেইমতো গোটা দলকে অনুশীলন করাচ্ছেন বাগান কোচ জোসে মোলিনা।
বলাবাহুল্য, গত কয়েক সপ্তাহ ধরেই চোটের সমস্যায় নাজেহাল পরিস্থিতি দেখা দিয়েছিল গ্ৰেগ স্টুয়ার্ট থেকে শুরু করে দিমিত্রি পেত্রাতোস এবং আপুইয়ার মতো ফুটবলারদের। যারফলে গত কয়েক ম্যাচে তাঁদের মাঠে নামাতে পারেননি মোলিনা। তবে সময়ের সাথে সাথে অনেকটাই ম্যাচফিট হয়ে উঠছেন তিন ফুটবলার। ইতিমধ্যেই তাঁরা যোগ দিয়েছেন দলের অনুশীলনে। বলতে গেলে আগত ডার্বি ম্যাচের আগে নিজেদের মেলে ধরতে চাইছেন সকলেই। উল্লেখ্য, আইএসএলের প্রথম লেগের ডার্বি জয়ের ক্ষেত্রে দিমি পেত্রাতোসের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন গ্ৰেগ স্টুয়ার্ট।
তাঁর উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলেছিল দলের মাঝমাঠকে। সেজন্য সমস্ত কিছু মাথায় রেখেই ডার্বি জয়ের ছক কষছেন স্প্যানিশ কোচ। যতদূর খবর এক্ষেত্রে প্রথম একাদশেই হয়তো দেখা যেতে পারে গ্ৰেগ স্টুয়ার্ট। বলাবাহুল্য, গতকাল থেকে দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করলেও এখনও পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। কিন্তু বড় ম্যাচের আগে হাতে বেশ কয়েকদিন সময় থাকায় এই স্কটিশ তারকাকে সুস্থ করে তোলাই অন্যতম লক্ষ্য বাগান শিবিরের।