Earthquake: ভূমিকম্পে চিনে ১০০ জন নিহত, আরও মৃত্যুর আশঙ্কা

বছরের প্রথম বিশাল ভূমিকম্পে মৃত্যুর মিছিল চিনে। দেশটির তিব্বতে ভূমিকম্পে (Earthquake) হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। চিনের (China) রাষ্ট্রীয় সংবাদমাধ্যে বলা হয়, গুরুতর জখম অনেকেই আশঙ্কাজনক।…

50 Dead In Massive Tibet Earthquake

বছরের প্রথম বিশাল ভূমিকম্পে মৃত্যুর মিছিল চিনে। দেশটির তিব্বতে ভূমিকম্পে (Earthquake) হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। চিনের (China) রাষ্ট্রীয় সংবাদমাধ্যে বলা হয়, গুরুতর জখম অনেকেই আশঙ্কাজনক। নিহতের সংখা শতাধিক পার হতে পারে। (100 killed in China earthquake)

বিবিসি জানিয়েছে, আহত হয়েছেন আরও অন্তত ১৩০ জন মানুষ, যাদের অনেকেরই অবস্থা গুরুত্ব বলে জানা যাচ্ছে। এছাড়া ভূমিকম্পে হাজারেরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

   

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে , মঙ্গলবার (৭ জানুয়ারি) তিব্বতের শিগিয়েৎসে শহরের ভূমিকম্প রিখটার স্কেলে ছিল ৭.১ মাত্রা। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়া শক্তিশালী ভূমিকম্পের কয়েক ঘণ্টার মধ্যে ওই এলাকায় ছোট ছোট আরও কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়েছে।

শিগিয়েৎসে নামে তিব্বতের যে শহরে ভূমিকম্প হয়েছে সেটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে ‘পবিত্র শহর’ হিসেবে পরিচিত। এই শহরেই তিব্বতি বৌদ্ধদের দ্বিতীয় ধর্মগুরু পাঞ্চেন লামা পদাধিকারী থাকেন। আর প্রধান ধর্মগুরু দলাই লামা পদাধিকারী ভারতে নির্বাসিত। তিনি থাকেন হিমাচল প্রদেশে। তিব্বতে বৌদ্ধধর্মের প্রধান ব্যক্তিত্ব পঞ্চেন লামার ঐতিহ্যবাহী আসনটি এই শহরেই অবস্থিত। বৌদ্ধ ধর্মের আধ্যাত্মিক গুরু হিসেবে দালাই লামার পরেই পঞ্চেন লামার অবস্থান।

চিনের শিগিয়েৎসে এলাকা ভূতাত্ত্বিকভাবে ফল্ট লাইন বা ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত হওয়ায় তিব্বতের ওই অঞ্চলে প্রায় ভূমিকম্প হতে দেখা যায়। মঙ্গলবার সকালের ভূমিকম্পটিতে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সাম্প্রতিক বছরগুলোর মধ্যে বেশি বলে জানা যাচ্ছে।

চিনের সংবাদপত্র পিপলস ডেইলি জানিয়েছে, প্রেসিডেন্ট শি জিনপিং ভূমিকম্পের পরে প্রাণ বাঁচাতে এবং হতাহতের সংখ্যা কমানোর জন্য সর্বাত্মক উদ্ধার প্রচেষ্টার নির্দেশ দিয়েছেন। তিনি মাধ্যমিক বিপর্যয় প্রতিরোধ, ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সঠিকভাবে পুনর্বাসন এবং পরবর্তী কাজ কার্যকরভাবে পরিচালনা করার জন্য প্রচেষ্টার আহ্বান জানান।

তিনি বলেন, ভূমিকম্প পর্যবেক্ষণ এবং আগাম সতর্কতা জোরদার করা, জরুরী উদ্ধার সামগ্রী বরাদ্দ করা, ক্ষতিগ্রস্ত পরিকাঠামো ত্বরান্বিত করা, বাসিন্দাদের মৌলিক চাহিদা পূরণ করা এবং সবার জন্য নিরাপদ ও উষ্ণ শীতের নিশ্চয়তা নিশ্চিত করা অপরিহার্য।

​​China is located on a geological fault line, or earthquake-prone area, making the region of Tibet prone to earthquakes. The earthquake on Tuesday morning is said to have caused the highest number of casualties and damage in recent years.