ফের সরকারি মেডিক্যাল কলেজে জুনিয়র চিকিসককে ‘ধর্ষণ’! ধৃত তরুণীর সহপাঠী

গোয়ালিয়র: আরজি কর-কাণ্ডের ছায়া এবার গোয়ালিয়রে৷ মধ্যপ্রদেশের গোয়ালিয়রের সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিত্যক্ত হস্টেলে জুনিয়র ডাক্তারকে ধর্ষণের অভিযোগ উঠল তাঁরই সহকর্মীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র…

junior doctor rape case Gwalior

গোয়ালিয়র: আরজি কর-কাণ্ডের ছায়া এবার গোয়ালিয়রে৷ মধ্যপ্রদেশের গোয়ালিয়রের সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিত্যক্ত হস্টেলে জুনিয়র ডাক্তারকে ধর্ষণের অভিযোগ উঠল তাঁরই সহকর্মীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যে৷ মঙ্গলবার অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করেছে গোয়ালিয়র পুলিশ৷ (junior doctor rape case Gwalior)

পরিত্যক্ত হোস্টেলে ধর্ষণ junior doctor rape case Gwalior

রবিবার পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ২৫ বছরের ওই তরুণী চিকিৎসক। অভিযুক্ত ওই তরুণীকে পরিত্যক্ত পুরানো বয়েস হোস্টেলে দেখা করতে বলে। শহরের পুলিশ সুপারিনটেনডেন্ট অশোক যাদব জানান, ওই তরুণী যখন বিল্ডিংয়ে পৌঁছান, তখন অভিযুক্ত তাঁকে ধর্ষণ করেন। তাঁকে হুমকিও দেওয়া হয়। ওই তরুণী চিকিৎসক কাম্পু থানায় অভিযোগ দায়ের করার পরই ঘটনাটি সামনে আসে। ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ রবিবার ঠিক কী ঘটেছিল? অভিযুক্ত একা ছিলেন কি না সেখানে অন্য কেউ উপস্থিত ছিলেন? পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার গভীরে পৌঁছাতে মেডিক্যাল কলেজের অন্যান্য পড়ুয়াদের বয়ানও রেকর্ড করা হচ্ছে। 

সহপাঠীর বিরুদ্ধেই অভিযোগ junior doctor rape case Gwalior

গোয়ালিয়রের পুলিশ সুপার অশোক জাদন জানান, নির্যাতিতার বয়স ২৫ বছর৷ তিনি গজরাজ মেডিক্যাল কলেজের পড়ুয়া। ওই হাসপাতালেরই মহিলা হস্টেলের আবাসিক তিনি। অভিযুক্ত জুনিয়র ডাক্তার নির্যাতিতাকে হাসপাতালের পরিত্যক্ত হস্টেলে ডেকে পাঠান। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয়৷ 

গত ৯ অগাস্ট আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয় পড়ুয়া চিকিৎসকের দেহ৷ নির্মমভাবে ধর্ষণ করে খুন করা হয় তাঁকে৷ তদন্তে নেমে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। পরে কলকাতা হাই কোর্টের নির্দেশে সিবিআই এই ঘটনার তদন্তভার হাতে নেয়৷ অভিযুক্তকেও নিজেদের হেফাজতে নেয়। এই ঘটনায় একমাত্র সঞ্জয়কেই দোষী বলে চিহ্নিত করা গিয়েছে৷

Advertisements

আরজি কর-কাণ্ড junior doctor rape case Gwalior

এই ঘটনার পর কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং টালা থানার অফিসার অভিজিৎ মণ্ডলকেও প্রমাণ নষ্ট করার চেষ্টার অভিযোগে গ্রেফতার করে সিবিআই। তবে এই ঘটনায় প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগে চার্জশিট দাখিল করেছে। আদালত চার্জশিটে প্রমাণের অভাবে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে মুক্তি দেয়। এই ঘটনার বিচার চলছে।

 Bharat: The shadow of the RG Kar case looms over Gwalior. A junior doctor was allegedly raped by her colleague in an abandoned hostel of a government medical college in Gwalior, Madhya Pradesh. The accused has been arrested.