সুজানা ইব্রাহিম মোহনা, দোহা: ক্রান্তিকালের এক পর্ব শেষ। গণবিক্ষোভে বাংলাদেশের (Bangladesh) মাটি ছেড়ে ভারতে চলে গেছেন শেখ হাসিনা। এমনই ক্রান্তিকালের আরো এক নেত্রী খালেদা জিয়া (Khaleda Zia) বাংলা ছেড়ে বিদেশে। তিনিও প্রাক্তন প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ঘড়ির কাঁটায় যখন মঙ্গলবার রাত তখনই ইংল্যান্ড চলে যাবেন খালেদা জিয়া। তাকে বহনকারী বিমানটি দিয়েছেন কাতারের আমির। এই ছোট্ট কাতার বড় বড় রাজনৈতিক ঘটনার সালিসি কেন্দ্র। এ দেশ থেকেই প্রতিবেদন পাঠালাম। (Former Bangladesh Prime Minister Khaleda Zia will receive royal treatment on a special plane from the Emir of Qatar.)
বাংলাদেশ ছেড়ে বহু দিন হল কাতারে আছি। দেখেছি বিশ্ব কাঁপানো কূটনৈতিক-রাজনৈতিক ঘটনায় কাতার সরকারের মধ্যস্থতা। পশ্চিমবঙ্গের পাঠকদের বারবার জানিয়েছি কাতারের সেই ভূমিকা। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের নিবিড় ভৌগোলিক ও সাংস্কৃতিক সংযোগ। সেই কারণে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের “বাংলাভূমি” আলোড়িত।
Kolkata 24×7 এর মধ্যপ্রাচ্যের বিশেষ সংবাদদাতা সুজানা ইব্রাহিম মোহনা। তিনি বিশ্ব রাজনৈতিক উত্থান পতনের অন্যতম কেন্দ্র কাতারের রাজধানী দোহা শহরে থাকেন। আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে তাঁর রিপোটার্জ পশ্চিমবঙ্গবাসীর কাছে তুলে ধরেন।
কাতারের রাজধানী দোহা শহরের সর্বত্র বাংলাদেশি! বলতে গেলে এ দেশ যেন বাংলাদেশের বাইরে আর একটা ছোট বাংলাদেশ। যতসংখ্যক বিদেশি কাতারে থাকেন তার সিংহভাগ বাংলাদেশি। তাই গতবছর (২০২৪) জুলাই-আগস্ট মাস জুড়ে বাংলাদেশের রক্তাক্ত গণবিক্ষোভের রেশ ছড়িয়েছিল কাতারেও। এখনও সর্বত্র উসখুস আলোচনা কী হবে শেখ হাসিনার? কী হবে খালেদা জিয়ার? একটু আগে কাতারের সংবাদ মাধ্যমের খবরে দেখলাম এ দেশের বিমানে খালেদা জিয়া পাবেন আমিরি আপ্যায়ন।
কী থাকছে কাতারের আমিরের বিশেষ বিমানে? (Former Bangladesh Prime Minister Khaleda Zia will receive royal treatment on a special plane from the Emir of Qatar)
কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি অত্যাধুনিক হাসপাতাালের সুবিধাযুক্ত। বেগম খালেদা জিয়ার অসুস্থতার তথ্য জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তার রাজকীয় বিশেষ বিমান বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন। এই বিমানে সর্বাধুনিক চিকিৎসা সুবিধা রয়েছে। বিমানটিতে থাকবেন বিশেষ চিকিৎসক ও নার্স। কাতার সরকারের তরফে এমনই জানানো হয়েছে। ঢাকা থেকে লন্ডন উড়ান দীর্ঘ পথে খালেদা জিয়াকে প্রতি মুহূর্তে পর্যবেক্ষণ করা হবে।
রক্তাক্ত বিক্ষোভের পর বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত তিনবার একটানা ক্ষমতায় থাকা শেখ হাসিনা। তার সমকক্ষ একমাত্র খালেদা জিয়া ছিলেন। অসুস্থ খালেদা জিয়ার চিকিৎসা হবে ইংল্যান্ডে। সেই কারণে তিনি বাংলাদেশ ছাড়া মাত্র ঢাকার রাজনীতিতে শূন্যতার বহর বাড়বে। বাংলাদেশে একইসঙ্গে শেখ হাসিনা ও খালেদা জিয়া অনুপস্থিত!এমনটা স্মরণাতীতকালে দেখিনি। এই দুই নারী নেত্রীকে ঘিরেই গত চার দশকের বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতি আবর্তিত হয়ে চলেছে।
ঢাকার মসনদে কখনো শেখ হাসিনা তো কখনো খালেদা জিয়া ছিলেন। দুজনেই পরস্পরের চরম বিরোধী। বাংলাদেশের রাজনীতির দুই মেরুতে থাকা দুটি দল আওয়ামী লীগ ও বিএনপির দুই প্রধান নেত্রী তারা। গত পনের বছরে বিএনপি সরকারে আসতে পারেনি। আর দলটির খালেদা জিয়ার বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা চালিয়েছিলেন শেখ হাসিনা। জেলে ছিলেন খালেদা জিয়া। পরে কার্যত গৃহবন্দি। অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য সব আবেদনই নাকচ হয়েছিল। তবে শেখ হাসিনার পতনের পর সব অভিযোগ থেকে মুক্ত হন খালেদা জিয়া! এবার তিনি লন্ডনে গিয়ে চিকিৎসা করাবেন। সেখানে তার পুত্র তারেক রহমান আছেন।
Former Bangladesh Prime Minister Khaleda Zia will receive royal treatment on a special plane from the Emir of Qatar.