টালমাটাল সরকার! পদত্যাগের পথে ট্রুডো, নতুন প্রধানমন্ত্রী কে?

অটোয়া: দীর্ঘদিন ধরেই ঘরে-বাইরে চাপের মুখে কানাডার প্রধানমন্ত্রী৷ দলের অন্দরে উঠেছে গদি ছাড়ার দাবি৷ অবশেষে দল থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।…

Justin Trudeau Resignation

অটোয়া: দীর্ঘদিন ধরেই ঘরে-বাইরে চাপের মুখে কানাডার প্রধানমন্ত্রী৷ দলের অন্দরে উঠেছে গদি ছাড়ার দাবি৷ অবশেষে দল থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সে দেশের সংবাদপত্র ‘দ্য গ্লোব অ্যান্ড মেল’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, সোমবাই হয়তো ইস্তফার কথা ঘোষণা করবেন কানাডার প্রধানমন্ত্রী। তেমনটা না হলেও, আগামী বুধবারের আগেই লিবারাল পার্টির নেতা হিসাবে ট্রুডোর পদত্যাগ নিশ্চিত বলেই সূত্রের খবর। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর দফতর থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি। দল থেকে ইস্তফার পর তিনি প্রধানমন্ত্রী পদে থাকবেন কি না, তাও এখনও স্পষ্ট নয়। প্রসঙ্গত, আগামী অক্টোবর মাসেই কানাডায় প্রধানমন্ত্রী নির্বাচন। (Justin Trudeau Resignation)

বিপর্যয়ের মুখে ট্রুডোর দল Justin Trudeau Resignation

সমীক্ষা বলছে, সাধারণ নির্বাচে বড়সড় বিপর্যয়ের মুখে পড়তে চলেছে ট্রুডোর লিবারাল পার্টি। বিপুল ভোটে জয়যুক্ত হতে চলেছে কনজারভেটিভরা৷ আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে উত্তাল কানাডার রাজনৈতিক মহল। এই পরিস্থিতির জন্য ট্রুডোর দিকেই আঙুল তুলছে দলের একাংশ৷ 

   

২০১৩ সালে লিবারাল পার্টির নেতা হিসাবে দায়িত্ব নেন জাস্টিন ট্রুডো। দীর্ঘ ন’বছর ধরে ক্ষমতায় রয়েছেন তিনি৷ তবে তাঁর একের পর এক নীতি কানাডার মানুষের কাছে তাঁর জনপ্রিয়তাকে একেবারে  তলানিতে নামিয়েছে। তাঁর একাধিক সিদ্ধান্ত ঘিরে দেশজুড়ে বিতর্ক দানা বেঁধেছে। ট্রুডোর আন্তর্জাতিক নীতিও বারবার প্রশ্নের মুখে পড়েছে৷ দেশের প্রশাসনেও অসন্তোষ দিন দিন তীব্র হয়েছে। মন্ত্রিসভায় রদবদল করেও পরিস্থিতি শান্ত করতে পারেননি ট্রুডো। 

কুর্সি সামলাবে কে? Justin Trudeau Resignation

কিন্তু ট্রুডো প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলে কুর্সি সামলাবে কে? এ ক্ষেত্রে দুটি সম্ভাবনার কথা বলা হচ্ছে। প্রথমত, অক্টোবরের বদলে বছরের শুরুতেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে৷ দ্বিতীয়ত, বর্তমান অর্থমন্ত্রী ডমিনিক লেব্ল্যাঙ্ককে এই ক’মাসের জন্য অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে কাজ চালানোর জন্য অনুরোধ জানানো হবে৷  

World: Canadian Prime Minister Justin Trudeau faces internal pressure and decides to resign from the Liberal Party. Speculations arise about his successor and the upcoming October elections.