এবার ভারতে এইচএমপিভি! আট মাসের শিশুর শরীরে চিনা ভাইরাসের সংক্রমণ

বেঙ্গালুরু: আশঙ্কাই সত্যি হল৷ ভারতে ঢুকে পড়ল চিনা ভাইরাস৷ বেঙ্গালুরুতে আট মাসের একটি শিশুর শরীরে মিলল হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি)-এর হদিশ৷  একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে…

hmpv cases risen to 7 in india

বেঙ্গালুরু: আশঙ্কাই সত্যি হল৷ ভারতে ঢুকে পড়ল চিনা ভাইরাস৷ বেঙ্গালুরুতে আট মাসের একটি শিশুর শরীরে মিলল হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি)-এর হদিশ৷  একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে শিশুর। সেখানেই তার নমুনা পরীক্ষায় মেলে এইচএমপিভি-র খোঁজ। যা প্রশাসনের উদ্বেগ বাড়িয়ে তুলেছে৷ যদিও কর্নাটকের স্বাস্থ্য দফতর জানাচ্ছে, ওই শিশুটির নমুনাটি কোনও সরকারি ল্যাবরেটরিতে টেস্ট করা হয়নি। বেসরকারি হাসপাতাল সূত্রেই এই তথ্য সামনে এসেছে৷ তবে বেসরকারি হাসপাতালের পরীক্ষা নিয়ে সন্দেহের কোনও কারণ নেই৷ (HMPV detected in an 8 month old baby)

এইচএমপিভি ভাইরাসের খবর নিশ্চিত HMPV detected in an 8 month old baby

সংবাদমাধ্যম ‘নিউজ ১৮’ জানিয়েছে, এইচএমপিভি ভাইরাসের খবর নিশ্চিত করেছে কর্ণাটকের স্বাস্থ্য দফতর। ইতিমধ্যেই বিষয়টি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককেও জানানো হয়েছে৷ তবে চিনা ভাইরাসটি কোন প্রজাতির সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি৷ রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে ‘ইন্ডিয়া টুডে’কে জানানো হয়েছে, “চিনে এইচএমপিভি ভাইরাসের কোন প্রজাতির সংক্রমণ ছড়িয়েছে, সে বিষয়ে কোনও তথ্য আমাদের হাতে নেই। ফলে এই ভাইরাসের প্রজাতি সম্পর্কে এখনই নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না।”

   

চিনের পরিস্থিতি উদ্বেগজনক HMPV detected in an 8 month old baby

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিয়ো ছড়িয়ে পড়ে৷ সেখানে দেখা যায় চিনের হাসপাতালগুলিতে উপচে পড়ে ভিড়৷  জানা যায়, চিনজুড়ে ছড়িয়ে পড়েছে এইচএমপি ভাইরাসের সংক্রমণ৷ যা করোনার স্মৃতি উস্কে দেয়৷ উদ্বেগ বাড়তে শুরু করে ভারত-সহ বিশ্বের সর্বত্র। যদিও চিনের দাবি, এইচএমপি নিয়ে উদ্বেগের কিছু নেই৷ এটি ‘শীতকালীন সংক্রমণ’৷ তবে নয়া ভাইরাসের খবর মিলতেই চিনের পরিস্থিতির উপর নজর রাখতে শুরু করে ভারত। তবে এই ভাইরাস নিয়ে এখনই উদ্বেগের কিছু নেই বলেই আশ্বস্ত করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এই ভাইরাস সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) যাতে সময়ে সময়ে তথ্য প্রদান করে সেই অনুরোধও করেছে স্বাস্থ্য মন্ত্রক। দেশবাসীকে শান্ত ও পরিচ্ছন্ন থাকতে বলা হয়েছে৷ 

 

Bharat: Chinese virus HMPV detected in an 8-month-old baby in Bengaluru, India. Private hospital confirms virus in sample. Karnataka health department monitors the situation closely.