চলতি মরসুমের শুরুতে মিকেল স্ট্যাহরের হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। কিন্তু তাঁর তত্ত্বাবধানে খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি দক্ষিণের এই ফুটবল দলের। ডুরান্ড কাপের পর হতশ্রী পারফরম্যান্সের মধ্য দিয়ে ইন্ডিয়ান সুপার লিগ শুরু করেছে কেরালা। পরবর্তীতে জয়ের মুখ দেখলেও সেটা বজায় থাকেনি। স্বাভাবিকভাবেই প্রভাব পড়েছে দলের পারফরম্যান্সে। যারফলে পয়েন্ট টেবিলের অনেকটাই নিচে চলে আসতে হয়েছিল দলকে। এই পরিস্থিতিতে গত বছরের শেষের দিকেই এই সুইডিশ কোচের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ম্যানেজমেন্ট।
তিনি একানন। ছাঁটাই করে দেওয়া হয় তাঁর সকল সাপোর্টিং স্টাফেদের। বর্তমানে দলের দায়িত্ব পালন করে আসছেন টিজি পুরুষোথামন। তাঁর তত্ত্বাবধানেই গত কয়েক সপ্তাহ ধরে আইএসএল খেলে আসছেন নোয়া সাদাউরা। গত মোহনবাগান ম্যাচে পরাজিত হওয়ার পর তাঁর তত্ত্বাবধানেই মহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে জয়ের সরণিতে ফিরেছিল দল। মাঝে জামশেদপুর এফসির বিপক্ষে পরাজিত হতে হলেও গত রবিবার অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী পাঞ্জাব এফসিকে পরাজিত করেছে কেরালা ব্লাস্টার্স। সেই সুবাদেই এবার পয়েন্ট টেবিলের বেশ কিছুটা উপরে উঠে এসেছে এই ফুটবল ক্লাব।
সেই নিয়ে কিছুটা হলেও খুশি সমর্থকরা। তবে দলের কথা মাথায় রেখে গত কয়েক সপ্তাহ ধরেই একাধিক হাইপ্রোফাইল কোচের দিকে নজর রয়েছে ম্যানেজমেন্ট। যতদূর জানা গিয়েছে, আগামী সপ্তাহের মধ্যেই হয়তো ঘোষণা করা হতে পারে কেরালা ব্লাস্টার্সের নতুন কোচের নাম। তবে শুধুমাত্র কোচ নয়। এই উইন্টার ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে দলের মধ্যে ও বেশকিছু পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে আইএসএলের এই ফুটবল ক্লাবের। এক্ষেত্রে আক্রমণভাগের পাশাপাশি রক্ষণভাগের দিকে ও বিশেষ নজর রয়েছে ম্যানেজমেন্টের। সেই নিয়েই এবার উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য।
বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, এবার নাকি কেরালা ব্লাস্টার্স ছেড়ে অন্যত্র যোগদান করতে পারেন দলের তারকা ডিফেন্ডার আলেকজান্দ্রে কোয়েফ। হ্যাঁ ঠিকই শুনেছেন। গত বছরের মাঝামাঝি সময় দক্ষিণের এই ফুটবল ক্লাবে যোগদান করেছিলেন এই ফরাসি সেন্টার ব্যাক। হিসাব অনুযায়ী এই নতুন বছরের মে মাস পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি থাকলেও এবার নাকি অন্যত্র যোগদান করতে চলেছেন এই তারকা ফুটবলার। বলাবাহুল্য, চলতি সিজনে এখনও পর্যন্ত মোট ১২টি ম্যাচ খেলে ফেলেছেন কোয়েফ। যার মধ্যে একটি গোল ও রয়েছে এই তারকার। কিন্তু এবার এই দল নিয়ে নাকি খুব একটা খুশি নন এই ফরাসি তারকা।