মাওবাদী কবজা থেকে CRPF কমান্ডোকে উদ্ধার, গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ছত্তীসগড়ের সাংবাদিক

রায়পুর: ছত্তীশগড়র বিজাপুরে সাংবাদিকের নির্মম হত্যার ঘটনায় উত্তাল গোটা রাজ্য। নিহত সাংবাদিকের নাম মুকেশ চন্দ্রকার৷ শনিবার সকালে বিজাপুরের কন্ট্রাক্টর সুরেশ চন্দ্রকারের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে…

Mukesh help to release abducted crpf

রায়পুর: ছত্তীশগড়র বিজাপুরে সাংবাদিকের নির্মম হত্যার ঘটনায় উত্তাল গোটা রাজ্য। নিহত সাংবাদিকের নাম মুকেশ চন্দ্রকার৷ শনিবার সকালে বিজাপুরের কন্ট্রাক্টর সুরেশ চন্দ্রকারের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় তাঁর দেহ৷ মুকশের নিজস্ব একটি ইউটিউব চ্যানেল ছিল৷ নাম ‘বস্তার জংশন’৷ এই চ্যানেলের গ্রাহক সংখ্যাও দেড় লক্ষের বেশি৷ সাংবাদিকতার সূত্রে বস্তারকে তিনি চিনতেন হাতের তালুর মতো৷ সেখানকার নানা খবরও তুলে ধরতেন মুকেশ৷ গোটা ছত্তিশগড়ের সঙ্গেই পরিচিত ছিলেন তিনি৷ সেই সুবাদেই রাজ্যের মাও উপদ্রুত এলাকা থেকে অপহৃত সিআরপিএফ কমান্ডো রাকেশ্বর সিং মানহাসকে উদ্ধার করে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এই তরুণ সাংবাদিক৷ মুকেশ হত্যার ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই৷ (Mukesh help to release abducted crpf)

১২০ কোটির দুর্নীতি ফাঁস  Mukesh help to release abducted crpf

১২০ কোটির দুর্নীতি ফাঁস করেই বিষ নজরে পড়েছিলেন সাংবাদিক মুকেশ৷ সেই আক্রোশ থেকেই খুন হলেন তিনি৷ তবে এটাই প্রথম নয়৷ এর আগেও একাধিক দুর্নীতির তথ্য প্রকাশ্যে এনেছিলেন৷ যা গোটা রাজ্যে শোরগোল ফেলে দিয়েছিল৷ পরিবারের অভিযোগ, এমন কিছু খবর মুকেশ প্রকাশ্যে এনেছিল, যার জন্য তাঁকে টার্গেট করে নেওয়া হয়৷ বহুবার হুমকিও দেওয়া হচ্ছিল। কিন্তু কোনও কিছুর পরোয়া না করেই সত্য উদ্ঘাটনের কাজ চালিয়ে গিয়েছিলেন নির্ভিক মুকেশ।

   

CRPF কমান্ডোকে উদ্ধার Mukesh help to release abducted crpf

ছত্তীসগড়ে মাওবাদী উপদ্রবের কথা কারও অজানা নয়৷ বেশ কিছু অঞ্চলে মাওবাদীদের দাপট রয়েছে। মাওবাদী দমনে মাঝেমধ্যেই অভিযানে নামে পুলিশ। ২০২১ সালে এমনই এক অভিযানে বেরিয়েছিল সিআরপিএফ। অভিযান চলার সময় মাওবাদীদের হাতে অপহৃত হন রাকেশ্বর সিং মানহাস নামে এক সিআরপিএফ কমান্ডো। তাঁকে উদ্ধারের পরিকল্পনা শুরু করে পুলিশ-প্রশাসন৷ সেই সময় ওই কমান্ডোরের উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মুকেশ। এর জন্য রাজ্য পুলিশের তরফে তাঁকে সম্মানিতও করা হয়৷ বিজাপুরে ১২০ কোটির দুর্নীতি ফাঁস করতে লাগাতার খবর করতে শুরু করেন মুকেশ৷ তাঁকে রুখতে হুমকির দেওয়া শুরু হয়৷ শেষমেষ খুন করা হল তাঁকে৷ দেহ উদ্ধার হল এক ঠিকাদারের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে।

Bharat: The brutal murder of journalist Mukesh Chandrakar in Bijapur has stirred the entire state of Chhattisgarh. His body was found in a contractor’s septic tank. Mukesh had exposed a ₹120 crore corruption scandal. A full investigation is underway.