কলকাতা: ১১৯তম মার্কিন কংগ্রেসে বড় চমক৷ একসঙ্গে জায়গা করে নিল চারজন হিন্দু জনপ্রতিনিধি। যা আমেরকার ইতিহাসে এই প্রথম বলেই দাবি করা হচ্ছে৷ শুক্রবার অর্থাৎ ৩ জানুয়ারি থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গিয়েছে ১১৯তম মার্কিন কংগ্রেস৷ এই প্রথম একসঙ্গে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের চার প্রতিনিধি নির্বাচিত প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করতে চলেছেন৷ (us congress hindu representatives)
চার হিন্দু-চার মুসলিম প্রতিনিধি us congress hindu representatives
শুধু চারজন হিন্দুই নন, পাশাপাশি, চারজন মুসলিম, তিনজন বৌদ্ধ এবং তিনজন ইউনিটেরিয়ান ইউনিভার্সালিস্টও রয়েছেন মার্কিন কংগ্রেসে৷ এর মধ্যে চার ভারতী বংশোদ্ভূত হলেন যথাক্রমে- সুহাশ সুব্রামণিয়াম, রাজা কৃষ্ণমূর্তী, রো খান্না এবং শ্রী থানেদার। এদিকে, কংগ্রেসওম্যান প্রমিলা জয়পাল, হাউস অব রিপ্রেজেন্টেটিভসে নির্বাচিত হওয়া প্রথম ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহিলা, তিনি তাঁর ধর্ম ‘অনির্দিষ্ট’ হিসেবে উল্লেখ করেছেন।
এছাড়াও, আরও এক বর্ষীয়ান কংগ্রেস সদস্য ড. অমি বেরা নিজেকে একেশ্বরবাদী বলে পরিচয় দিয়েছেন। প্রসঙ্গত, এই মুহূর্তে আমেরিকার ছ’জন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেস সদস্যের মধ্যে এই ড. বেরাই হলেন সবথেকে সিনিয়র।
খ্রিস্টান সদস্যেরই আধিপত্য us congress hindu representatives
খুব স্বাভাবিকভাবেই প্রতি বারের মতো এবারেও মার্কিন কংগ্রেসের খ্রিস্টান সদস্যেরই আধিপত্য। নির্বাচিত মার্কিন জনপ্রতিনিধিদের মধ্য়ে খ্রিস্টানদের পরেই রয়েছেন জিউয়িশরা৷ তাঁদের দখলে রয়েছে মোট আসনের প্রায় ৬ শতাংশ। বর্তমান মার্কিন কংগ্রেসের মোট ৩১ জন জিউয়িশ প্রতিনিধি রয়েছেন৷
ধর্মের নিরিখে এই তালিকায় এক যোগে তিন নম্বরে রয়েছেন হিন্দু ও মুসলমান কংগ্রেস সদস্যরা! ১১৯ তম মার্কিন কংগ্রেসে নির্বাচিত মুসলিম জনপ্রতিনিধিরা হলেন – আন্দ্রে কারসন, ইলহান ওমর, রশিদা তলিব এবং লতিফা সাইমন।
রয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বী প্রতিনিধিও us congress hindu representatives
আমেরিকার ৪৫তম কংগ্রেসীয় জেলা ক্য়ালিফোর্নিয়া থেকে নির্বাচিত হয়েছেন ডেরেম ট্রাম৷ তিনি বৌদ্ধ ধর্মাবলম্বী জনপ্রতিনিধি। নির্বাচিত রিপাবলিকান জনপ্রতিনিধিদের মধ্য়ে ৯৮ শতাংশই খ্রিস্টান৷ অন্যদিকে, নির্বাচিত ডেমোক্র্য়াটদের মধ্যে খ্রিস্টান প্রতিনিধি রয়েছেন ৭৫ শতাংশ।
World: The 119th US Congress marks a historic moment with four Hindu representatives, including Suhas Subramanyam, Raja Krishnamoorthi, Ro Khanna, and Shri Thanedar. This is the first time such representation has occurred. Stay updated on this milestone.