rajagopala chidambaram passes away
কলকাতা: তাঁর নেতৃত্বে পোখরান পারমাণবিক পরীক্ষা করেছিল ভারত৷ প্রয়াত বিশিষ্ট পদার্থবিদ ড. রাজাগোপাল চিদম্বরম৷ শনিবার মুম্বাইয়ের জাসলোক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান বিজ্ঞানী। বয়স হয়েছিল ৮৮ বছর৷ ১৯৭৫ সাল থেকে ১৯৯৮ সালের মধ্যে ভারতের পারমাণবিক পরীক্ষার ক্ষেত্রে ড. রাজাগোপাল চিদম্বরমের ভূমিকা অনস্বীকার্য৷ ১৯৭৫ এবং ১৯৯৯ সালে যথাক্রমে পদ্মশ্রী এবং পদ্মবিভূষণে ভূষিত হন তিনি৷ তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (rajagopala chidambaram passes away)
শোক প্রকাশ প্রধানমন্ত্রীর rajagopala chidambaram passes away
এদিন এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, ‘‘ড. রাজাগোপাল চিদাম্বরমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। ভারতের পারমাণবিক কর্মসূচীর অন্যতম স্থপতি ছিলেন তিনি৷ ভারতের বৈজ্ঞানিক ও কৌশলগত দিককে শক্তিশালী করে তোলার ক্ষেত্রে যুগান্তকারী অবদান ছিল তাঁর। সমগ্র জাতি তাঁকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে এবং তাঁর প্রচেষ্টা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’’
DAE তাদের শোকবার্তায় জানিয়েছে, “গভীর শোকের সঙ্গে আমরা জানাচ্ছি যে, ভারতের অন্যতম প্রখ্যাত পদার্থবিদ ও বিজ্ঞানী ড. রাজাগোপাল চিদম্বরম আজ সকালে ৩টা ২০ মিনিটে পরলোকে পা়যি দিয়েছেন। তাঁর অমূল্য অবদান এবং বৈজ্ঞানিক ও কৌশলগত নেতৃত্ব আমাদের স্মৃতিপটে চিরকাল উজ্জ্বল থাকবে।’’
একাধিক কৃতিত্ব rajagopala chidambaram passes away
বিশিষ্ট পদার্থবিদ ড. রাজাগোপাল চিদম্বরমের জন্ম ১৯৩৬ সালে৷ তিনি চেন্নাইয়ের প্রেসিডেন্সি কলেজ এবং বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের প্রাক্তন ছাত্র৷ তাঁর ঝুলিতে রয়েছে একাধিক কৃতিত্ব৷ পেয়েছেন অগণিত পুরস্কার৷ চিদম্বরম তাঁর দীর্ঘ ও গৌরবময় কেরিয়ারে একাধিক গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। ২০০১ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভারতের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। এর আগে ১৯৯০-৯৩ সাল পর্যন্ত তিনি ছিলেন ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টারের (BARC) পরিচালক৷ ১৯৯৩ থেকে ২০০০ সাল পর্যন্ত ভারতের পরমাণু শক্তি বিভাগের (ডিএই) সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৪-১৯৯৫ সালে তিনি আন্তর্জাতিক পারমাণবিক শক্তি এজেন্সি (IAEA)-এর বোর্ড অব গভর্নর্সের চেয়ারম্যান ছিলেন।
পোখরান পারমাণবিক পরীক্ষার ‘মাথা’ rajagopala chidambaram passes away
ড. চিদম্বরম ভারতের পারমাণবিক শক্তি উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ১৯৭৪ সালে দেশের প্রথম পারমাণবিক পরীক্ষা এবং ১৯৯৮ সালের পোখরান-২ পরীক্ষায় তাঁর নেতৃত্ব এবং অবদান ছিল স্মরণীয়। এই পরীক্ষাগুলির মাধ্যমে ভারত বিশ্বমঞ্চে একটি শক্তিশালী পরমাণু শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে।
বিশ্বমানের পদার্থবিদ হিসেবে ড. চিদম্বরমের গবেষণা ছিল অত্যন্ত গভীর ও ব্যাপক। তিনি উচ্চচাপ পদার্থবিদ্যা, স্ফটিকবিজ্ঞান এবং উপাদানবিজ্ঞান নিয়ে উল্লেখযোগ্য কাজ করেছেন, যা বৈজ্ঞানিক জ্ঞানভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। তাঁর কাজ ভারতের আধুনিক উপাদানবিজ্ঞান গবেষণার ভিত্তি স্থাপন করেছে।
তিনি শক্তি, স্বাস্থ্যসেবা এবং কৌশলগত স্বনির্ভরতা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ প্রকল্পের সূচনা করেছেন, যা ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে নতুন দিগন্তের পথ উন্মোচন করেছে। তাঁর নেতৃত্বে ভারত দেশীয় সুপারকম্পিউটার তৈরির দিকে পদক্ষেপ নিয়েছিল, এবং ন্যাশনাল নলেজ নেটওয়ার্কের ধারণা প্রদান করে দেশের গবেষণা ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে একত্রিত করেছিলেন।
Bharat: Dr. Rajagopal Chidambaram, renowned physicist who led India’s Pokhran nuclear tests, passed away in Mumbai at 88. Honored with Padma Shri and Padma Vibhushan, he significantly contributed to India’s nuclear program. PM Modi expressed deep condolences.