মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজির গড়তে চলেছেন ট্রাম্প। তিনি প্রথম আমেরিকান প্রেসিডেন্ট হবেন যিনি একজন অপরাধী। ট্রাম্প একজন যৌন ঘুষ অপরাধী! (Trump’s sentencing in hush money case)
প্রেসিডেন্ট পদে অভিষেকের আগেই সাজা Trump’s sentencing in hush money case
সংবাদ সংস্থা AFP জানাচ্ছে, আগামী ২০ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হওয়ার ১০ দিন আগেই অর্থের বিনিময়ে যৌন কেলেঙ্কারির ঘটনা ধামাচাপা দেওয়ার মামলায় ডোনাল্ড ট্রাম্পের সাজার রায় ঘোষণা হবে।
নিউইয়র্ক আদালতের বিচারক জুয়ান মেরচান বলেছেন, অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হওয়া প্রেসিডেন্ট ট্রাম্প আগামী ১০ জানুয়ারি সশরীরে অথবা ভার্চুয়ালি সাজা ঘোষণার সময় আদালতে হাজিরা দিতে পারবেন।বিচারক বলেন, কারাবাসের পরিবর্তে শর্তহীন রায়ের দিকে ঝুঁকেছিলেন তিনি, যার অর্থ কোনো শর্তের আওতায় পড়বেন না এই রিয়েল স্টেট ধনকুবের।
কারাদণ্ডের মুখোমুখি ট্রাম্প Trump’s sentencing in hush money case
রয়টার্সের খবর, ৭৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প চার বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন, তবে মার্কিন আইন বিশেষজ্ঞরা মনে করছেন, বিচারক মেরচান তাকে জেলে পাঠাবেন না। কারণ ট্রাম্প ও তার দল সর্বশেষ জাতীয় নির্বাচনে জয়ী। ট্রাম্পই দ্বিতীয়বার প্রেসিডেন্ট হবেন সেটি নিশ্চিত করছে তার দল। রাজনৈতিক সংকট এড়াতে ‘অপরাধী’ ট্রাম্পকে জেলে পাঠানো হবে না।
বিবিসি জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে ২০০৬ সালের যৌন সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্প তাকে অর্থ দিয়েছিলেন। এমন যৌন ঘুষ অভিযোগে বিশ্বে চাঞ্চল্য পড়ে। সেই অভিযোগের ভিত্তিতে নিউইয়র্কের আদালতে দোষী সাব্যস্ত হন নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন।
স্টর্মি ড্যানিয়েলকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ Trump’s sentencing in hush money case
নিউইয়র্ক টাইমসের খবর, পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলকে ১ লাখ ৩০ হাজার ডলার দেয়ার বিষয়টি জালিয়াতির মাধ্যমে নথিতে গোপন রাখার বিষয়ে ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি অভিযোগ আনা হয়েছিলো। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের শেষ দিকে ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন ওই অর্থ ড্যানিয়েলসের হাতে তুলে দিয়েছেন। তবে ডোনাল্ড ট্রাম্প নিজেকে এই মামলায় নির্দোষ দাবি করেছেন। তার দাবি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে তার ভাবমূর্তি ক্ষতি করার জন্য এই মামলা করা হয়েছে। তবে আদালতে তিনি অপরাধী প্রমাণিত হন।
World: Donald Trump is set to make history as the first American President to be convicted of a crime. The New York court will announce his sentence on January 10, just 10 days before his inauguration. Stay updated on this unprecedented event.