উর্বশী ও নন্দমুরির ‘অশালীন’ নাচ নিয়ে ক্ষুব্ধ নেটিজেনরা

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা (Urvashi Rautela) আবারও এক বিতর্কে জড়িয়েছেন। এবার তাঁকে লক্ষ্য করে উঠে এসেছে সমালোচনার ঝড়। সম্প্রতি ২ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘ডাকু মহারাজ’…

Nandamuri Balakrishna & Urvashi Rautela 'Dabidi Dibidi' Song Criticized for Vulgar Dance Steps

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা (Urvashi Rautela) আবারও এক বিতর্কে জড়িয়েছেন। এবার তাঁকে লক্ষ্য করে উঠে এসেছে সমালোচনার ঝড়। সম্প্রতি ২ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘ডাকু মহারাজ’ ছবির গান ‘দাবিডি দিবিডি’(Dabidi Dibidi song) । এই গানে উর্বশী রাউতেলা (Urvashi Rautela) ও বর্ষীয়ান দক্ষিণী অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণের (Nandamuri Balakrishna) নাচ দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের। গানটি মুক্তির কিছুক্ষণের মধ্যেই নেটদুনিয়ায় শুরু হয় বিতর্ক। উর্বশী ও নন্দমুরির নাচের (vulgar dance steps) ভঙ্গি নিয়ে প্রশ্ন উঠতে থাকে। নেটিজেনরা (netizens criticism) এই ধরনের নাচ অত্যন্ত ‘অশালীন’ এবং অপ্রীতিকর অভিযোগ করেন। 

   

গানটির নাচের দৃশ্য দেখার পর অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। এক নেটিজেন (netizens criticism) মন্তব্য করেছেন, “কীভাবে এমন অশালীন নাচের কোরিয়োগ্রাফি তৈরি করা হয়? অভিনেতারা কীভাবে এমন দৃশ্যে অভিনয় করতে রাজি হন?” অন্য একজন বলেন, “এই ধরনের নাচের দৃশ্য দিয়ে ছবি প্রচার করা হচ্ছে, এবং এতে কি অতিরিক্ত আয় হবে?” অনেকেই এই ধরনের নাচকে মহিলাদের জন্য অপমানজনক এবং সমাজের জন্য অশোভন বলে অভিহিত করেছেন। 

গানটির আরও একটি বিষয় নিয়ে সমালোচনা হচ্ছে। সেটা হল নন্দমুরি বালাকৃষ্ণ (Nandamuri Balakrishna) ও উর্বশী রাউতেলার (Urvashi Rautela) বয়সের পার্থক্য। নন্দমুরির বয়স ৬৪, আর উর্বশীর বয়স মাত্র ৩০। অনেক নেটাগরিক প্রশ্ন তুলেছেন, কীভাবে একজন ৬৪ বছরের অভিনেতা একজন ৩০ বছরের অভিনেত্রীর সঙ্গে এমন নাচে অংশ নিতে পারেন। তাদের বক্তব্য, “এমন দৃশ্য কি আদৌ গ্রহণযোগ্য? একজন কন্যার বয়সি মহিলার সঙ্গে এমন নাচের দৃশ্য আদৌ শোভনীয় কিনা, তা ভাবা উচিত ছিল।”

উল্লেখ্য,‘ডাকু মহারাজ’ একটি বহুল প্রতীক্ষিত সিনেমা। ছবিতে নন্দমুরি বালাকৃষ্ণ (Nandamuri Balakrishna) ও উর্বশী রাউতেলা (Urvashi Rautela) ছাড়াও অভিনয় করেছেন ববি দেওল, দুলকর সলমন, পায়েল রাজপুত, প্রকাশ রাজ, রণিত রায়সহ আরও অনেক অভিনেতা। ছবিটি ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। তবে মুক্তির আগে থেকেই এটি বিভিন্ন কারণে খবরের শিরোনামে রয়েছে।