আপই ‘আপদ’! বিপদের মধ্যে দিল্লি, কড়া আক্রমণ মোদীর

নয়াদিল্লি: আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম রাজধানীর রাজনীতি৷ ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও, বাড়তে শুরু করেছে রাজনৈতিক উত্তাপ৷ শুক্রবার দিল্লির একটি জনসভা থেকে…

Modi criticizing AAP as an AAPda

নয়াদিল্লি: আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম রাজধানীর রাজনীতি৷ ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও, বাড়তে শুরু করেছে রাজনৈতিক উত্তাপ৷ শুক্রবার দিল্লির একটি জনসভা থেকে আম আদমি পার্টিকে (আপ) তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপকে ‘আপদ’ বলে কটাক্ষ করলেন তিনি। (Modi criticizing AAP as an AAPda)

বিপর্যয়ের মধ্যে দিল্লি Modi criticizing AAP as an AAPda

দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির অতিরিক্ত খরচের বিতর্ক উস্কে প্রধানমন্ত্রী বলেন, ‘গত ১০ বছর ধরে দিল্লি একটি বিপর্যয়ের মধ্যে রয়েছে। আমি গরিবদের জন্য ৪ কোটিরও বেশি বাড়ি তৈরি করেছি, কিন্তু আমি চাইলে ‘শীশমহল’ (গ্লাস প্রাসাদ)-ও তৈরি করতে পারতাম৷’ সেই সময় কেজরিওয়ালের বাসভবনে অত্যাধুনিক যন্ত্রপাতির তালিকা প্রকাশ করা হয়েছিল, যার মূল্য কয়েক কোটি টাকা হতে পারে। 

   

দশ বছরে কিছু করেনি আপ Modi criticizing AAP as an AAPda

এই সমালোচনার পরিপ্রেক্ষিতে, কেজরিওয়াল প্রধানমন্ত্রী মোদীর মন্তব্যকে “ব্যক্তিগত আক্রমণ” হিসেবে আখ্যা দিয়ে পাল্টা দাবি করেন যে, গত দশ বছরে বিজেপি দিল্লির জন্য কিছুই করতে পারেনি। তিনি আরও বলেন, তার সরকারের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামো খাতে যে উন্নয়ন হয়েছে, তা বিজেপির তুলনায় অনেক বেশি কার্যকর।

আপ-কে নিশানা করে তিনি আরও জানান, কেন্দ্রীয় সরকার দিল্লির উন্নয়নের জন্য সব রকম চেষ্টা করে চলেছে ৷ কিন্তু এই কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার মিথ্যার পাহাড় গড়ে চলছে৷ স্কুল শিক্ষা থেকে শুরু করে দূষণ নিয়ন্ত্রণ এবং মদের ব্যবসা- সর্বত্র দুর্নীতি করছে আম আদমি পার্টি ৷ এখানেই থামেননি তিনি৷ মোদী আরও বলেন, ‘‘আমরা এই বিপদকে সহ্য করব না৷ আমরা বদল চাই৷ বিপদকে সরিয়ে বিজেপিকে নিয়ে আসুন৷’’

জেল খেটেছেন কেজরি Modi criticizing AAP as an AAPda

আবগারি নীতি দুর্নীতি মামলায় আপের একাধিক নেতা-মন্ত্রী জেল খাটছেন। একই মামলায় জেলে যেতে হয়েছে কেজরিওয়ালকেও৷ আপাতত জামিনে রয়েছেন তিনি। জেল থেকে বেরনোর পরই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন তিনি। এদিন তাঁকে বিঁধে মোদী বলেন, “চুরি করে ঔদ্ধত্য দেখাচ্ছে।” আন্না হাজারেকে সামনে রেখে কয়েকজন ‘কট্টর বেইমান’ দিল্লিকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছেন বলেও তোপ দাগেন তিনি৷ 

Bharat: Prime Minister Modi intensifies political heat ahead of Delhi Assembly elections, criticizing AAP as an “AAPda.” He mentions Delhi CM Kejriwal’s expensive home controversy and highlights BJP’s contributions vs AAP’s record in education, healthcare, and infrastructure.