বিরাট-অনুষ্কার ছেলে অকায় কার মতো দেখতে? চাঞ্চল্য মন্তব্য ডিজিটাল ক্রিয়েটারের

স্টার কিডদের নিয়ে দর্শকদের মধ্যে উন্মদনা থাকে বরাবরের। তবে ভারতের অন্যতম জনপ্রিয় দম্পতি বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মা (Anushka Sharma)। তাদের সন্তানদের বরাবরই…

Digital Content Creator Reveals Who Anushka Sharma and Virat Kohli's Son Akaay Looks Like

স্টার কিডদের নিয়ে দর্শকদের মধ্যে উন্মদনা থাকে বরাবরের। তবে ভারতের অন্যতম জনপ্রিয় দম্পতি বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মা (Anushka Sharma)। তাদের সন্তানদের বরাবরই মিডিয়ার আলো থেকে দূরে রেখেছন। তারকা দম্পতি দুই সন্তানের মা-বাবা। তবে এখনও অবধি মেয়ে ভামিকা (Vamika) ও ছেলে অকায়কে (Akaay Kohli) প্রকাশ্যে আনেননি। তারা কেমন দেখতে সেই নিয়ে ভক্তদের মধ্যে কৌতুহল রয়েছে। যদিও তাদের প্রথম সন্তান ভামিকা (Vamika) একাধিকবার খবরের শিরোনামে এসেছে। তবে এখন পর্যন্ত তাদের দ্বিতীয় সন্তান অকায় একেবারেই প্রকাশ্যে আসেনি। বিরাট-অনুষ্কা মেনে চলেন কঠোর গোপনীয়তা। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

   

তবে সম্প্রতি এক ডিজিটাল ক্রিয়েটার (Digital Content Creator)স্বাতী অস্থনা সৈনি দাবি করেছেন, তিনি স্বচক্ষে অকায়কে (Akaay Kohli) দেখেছেন। পাশাপশি একটি ভিডিও শেয়ার করে তিনি অকায়কে “গোলু গোবুচা” বলে উল্লেখ করেছেন। স্বাতী জানান, অকায় দেখতে তার মা অনুষ্কা শর্মার (Anushka Sharma)মতোই। তার এই মন্তব্য নেটিজেনদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে। ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। অনুরাগীরা অকায়র মুখ দেখতে চেয়ে মন্তব্য করছেন। কেউ কেউ আবার বিরাট-অনুষ্কাকে অনুরোধ করেছেন, যাতে তারা লন্ডনে না চলে যান।

২০২১ সালের জানুয়ারিতে ভামিকার (Vamika) জন্মের পর থেকেই বিরাট ও অনুষ্কা একাধিকবার বলেছেন, তারা চান না তাদের সন্তানদের মিডিয়ার চোখের সামনে নিয়ে আসা হোক। এমনকি নেটিজেনদের কাছে তারা বারবার অনুরোধ করেছেন তাদের সন্তানদের ছবি না তোলার জন্য।

প্রসঙ্গত, ২০২৪ সালে বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মা (Anushka Sharma) তাদের দ্বিতীয় সন্তানকে স্বাগত জানান। ছেলের নাম রেখেছেন অকায়। অকায় জন্ম হয়েছে লন্ডনে । জন্মের পর থেকে এখনও অকায়কে ভারতে নিয়ে আসেননি তারকা দম্পতি। সম্প্রতি, ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ চলাকালীন, বিরাট কোহলিকে (Virat Kohli) মেলবোর্ন বিমানবন্দরে মিডিয়ার সঙ্গে কথোপকথন করতে দেখা গেছে। আকায়ে ও ভামিকার ছবি ক্লিক করে অস্ট্রেলিয়ান পাপারাজ্জিদের ওপর রেগে যান তিনি।