গত মরসুমের মতো এবারও সার্জিও লোবেরার উপর ভরসা রেখেছে ওডিশা এফসি (Odisha FC)। ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা খুব একটা ভালো না হলেও ধীরে ধীরে ছন্দে ফিরেছে জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাব। গতবারের সুপার কাপের ফাইনালে উঠেও শেষ রক্ষা করতে পারেনি এই ফুটবল দল। তাঁদের পরাজিত করেছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান ইমামি ইস্টবেঙ্গল। সেই সমস্ত ধাক্কা ভুলে চলতি মরসুমে সাফল্য পেতে মরিয়া দিয়াগো মাউরিসিওরা। বর্তমানে ১৩ ম্যাচে ২০ পয়েন্ট সংগ্রহ করে আইএসএলের লিগ টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এসেছে ওডিশা এফসি।
পাশাপাশি শেষ ছয়টি ম্যাচে অপরাজিত রয়েছে আহমেদ জাহুরা। গত ম্যাচে টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল দল মহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে গোলশূন্য ফলাফলে ম্যাচ শেষ করতে হলেও এই নতুন বছরের শুরু থেকেই জয়ের সরণিতে ফেরার লক্ষ্য থাকবে সকলের। সেইমতো এবারের উইন্টার ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগাতে মরিয়া ওডিশা ম্যানেজমেন্ট। বলাবাহুল্য, এই চলতি আইএসএল খেলতে গিয়েই গুরুতর চোট পেয়ে ছিটকে যেতে হয়েছে রয় কৃষ্ণার মতো দাপুটে ফুটবলারকে। এক কথায় যা বিরাট ধাক্কা। সেক্ষেত্রে নয়া ফরোয়ার্ডকে দলে টেনে ছন্দ বজায় রাখার লক্ষ্য লোবেরার।
পাশাপাশি আরও একাধিক ফুটবলারদের দিকে ও নজর রয়েছে জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাবের। তবে শুধুমাত্র ফুটবলার সই করানোই নয়, এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে দলের একাধিক ফুটবলারদের রিলিজ করার ও পরিকল্পনা রয়েছে ওডিশার। যার মধ্যে গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল গিভসন সিংয়ের নাম। অবশেষে সেটাই হল এবার। ঘন্টা কয়েক আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর সঙ্গে চুক্তি বাতিল করার কথা জানিয়ে দিল আইএসএলের এই ফুটবল দল।
চলতি সিজনে ডুরান্ড কাপে নজর কাড়লে ও পরবর্তীতে আর সেভাবে সুযোগ পাননি বছর বাইশের এই মনিপুরী ফুটবলার। এই বছরের মে মাস পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি থাকলেও এবার সেটি বাতিল করেছে ম্যানেজমেন্ট। তাঁর পরিবর্তে কাকে দলে আনা হয় এখন সেটাই দেখার বিষয়।