বলিউড সুপারস্টার সলমন খান (Salman Khan) আবারও তার ভক্তদের মন জয় করেছেন। গত কয়েকদিন ধরে জামনগরে আম্বানীদের পার্টিতে উপস্থিত ছিলেন ভাইজান। সম্প্রতি তাকে মুম্বাই রওনা হতে দেখা যায়। এই সময় সলমনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল (viral video) হয়ে যায় যা সবার মন ছুঁয়ে গেছে। ভিডিওতে দেখা যায় বিমানবন্দরের বাইরে দাঁড়ানো পাপারাজ্জিদের শুভ নববর্ষের অভিনন্দন জানান সলমন। পাশাপাশি সেখানে উপস্থিত এক ছোট ভক্তের প্রতি মায়া ও ভালোবাসা প্রকাশ করেছেন ভাইজান।
জামনগর বিমানবন্দরের (Jamnagar airport) নিরাপত্তা ছিল অত্যন্ত কড়া। কিন্তু সে সময়ও সালমান খান ভক্তদের প্রতি তার ভালোবাসা দেখাতে পিছপা হননি। ভিডিও প্রকাশিত হওয়ার পর, সোশ্যাল মিডিয়াতে ভক্তরা মুগ্ধ হয়ে মন্তব্য করেছেন। একজন ভক্ত লিখেছেন, “হাজার বছর বেঁচে থাকুক এটাই আমার প্রার্থনা সালমান ভাই,” আরেকজন মন্তব্য করেছেন, “এই কারণেই আমরা ভাইজানকে এত ভালোবাসি।” একজন ভক্ত বলেছেন, “ভাই একজন ফেরেশতা।”
View this post on Instagram
উল্লেখ্য,সলমন (Salman Khan) জন্মদিন উপলক্ষে তার আসন্ন ছবি সিকান্দারে টিজার প্রকাশ্যে এনেছেন। যা ঘরে ভক্তদের মধ্যে উন্মাদনা একেবারে তুঙ্গে। ছবিতে সলমনের সঙ্গে প্রথবার স্ক্রিন শেয়ার করেছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্দানা। ২০২৫ সালের ঈদে মুক্তির কথা রয়েছে এই ছবির। ছবিতে গুরুত্বপূর্ণ চরিতে দেখা যাবে সত্যরাজ, কাজল আগরওয়াল, প্রতীক বব্বর এবং শারমন জোশির মতো অভিনেতাদের।